Advertisement
১৯ এপ্রিল ২০২৪
USA

দেশে করোনা সঙ্কট, ফের গল্ফ খেলছেন ট্রাম্প, সোশ্যাল মিডিয়ার কটাক্ষের বন্যা

সাদা টি-শার্ট ও কালো ট্রাউজার পরে গল্ফ খেলছেন ট্রাম্প। গল্ফ খেলার সময় ব্যবহৃত ছোট ছোট বিদ্যুৎচালিত গাড়ি চালিয়ে যেতেও দেখা যাচ্ছে।

রয়টার্সের টুইট থেকে নেওয়া ছবি।

রয়টার্সের টুইট থেকে নেওয়া ছবি।

সংবাদ সংস্থা
ওয়াশিংয়টন শেষ আপডেট: ২৫ মে ২০২০ ২২:৩৬
Share: Save:

সারা করোনাভাইরাসে সংক্রমণে শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। ১৬ লাখের বেশি মানুষ আক্রান্ত। মৃত্যু হয়েছে প্রায় এক লাখ মানুষের। এই অবস্থায় ট্রাম্পের বিরোধীরা তাঁর ভূমিকা নিয়ে বার বার মুখ খুলছেন। এই সমালোচনার ঝড়ের মাঝেই ফেল গল্ফ কোর্সে সে দেশের প্রেসিডেন্ট। নিজে খেললেনও। এই নিয়ে দ্বিতীয় বার। দেশের এই সঙ্কটকালেও প্রেসিডেন্টের এই গল্ফপ্রীতি নিয়ে স্বাভাবিক ভাবেই সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় সরব হয়েছেন নেটাগরিকরা।

আজ সোমবার ভিডিয়োটি টুইট করেছে সংবাদ সংস্থা রয়টার্স। তাতে দেখা যাচ্ছে, সাদা টি-শার্ট ও কালো ট্রাউজার পরে গল্ফ খেলছেন ট্রাম্প। গল্ফ খেলার সময় ব্যবহৃত ছোট ছোট বিদ্যুৎচালিত গাড়ি চালিয়ে যেতেও দেখা যাচ্ছে। এই ছবি ভার্জিনিয়ার স্টার্লিংয়ে রবিবার তোলা ‘ট্রাম্প ন্যাশনাল গল্ফ ক্লাব’-এর বলে দাবি করেছে রয়টার্স।

মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয় জরুরী অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে। ট্রাম্প সরকার করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিল থেকে বিদেশিদের আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে নিশেধাজ্ঞা জারি করেছে। প্রায় একই রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, চিন, ইংল্যান্ড সহ ইউরোপ, আয়ারল্যান্ড বা ইরানের করোনাভাইরাসে আক্রান্ত দেশের ক্ষেত্রেও। কিন্তু করোনা আক্রান্তের তালিকায় আমেরিকা ও ব্রাজিলের পরেই তৃতীয় স্থানে থাকা রাশিয়া থেকে বিদেশিদের আসার উপর নিষেধাজ্ঞা জারি হয়নি। এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

আরও পড়ুন: রাস্তায় গাড়ি থেকে ফেলে প্রতিশোধ নিল মহিষ, ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য

আরও পড়ুন: একাই দিল্লি থেকে বেঙ্গালুরু ফিরল ৫ বছরের শিশু

এই অবস্থায় ট্রাম্পের গল্ফ খেলার ভিডিয়ো ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। রয়টার্সের টুইটার হ্যান্ডলে ভিডিয়োটি ১৭ ঘণ্টায় প্রায় এক লাখ ৬৪ হাজার বার দেখা হয়েছে। সঙ্গে চলছে কটাক্ষও।

দেখুন সেই ভিডিয়ো:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

USA Donald Trump Coronavirus Pandemic
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE