Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Coronavirus

মৃত্যুমিছিল অব্যাহত আমেরিকায়, ২৪ ঘণ্টায় ১৬৬ জনের মৃত্যু ইরানে

শনিবারই আমেরিকায় মৃত্যুসংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গিয়েছিল। এ দিন সেখানে আরও ৪৭৩ জন প্রাণ হারিয়েছেন।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২০ ১৯:০১
Share: Save:

মৃত্যুসংখ্যার নিরিখে এ বার চিনকে ছাপিয়ে গেল ইরানও। রবিবার সেখানে ১৬৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। তাতে সে দেশে মোট মৃত্যুসংখ্যা গিয়ে ঠেকেছে ৪ হাজার ৪৭৪-এ। এখনও পর্যন্ত সেখানে ৭১ হাজার ৬৮৬ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবারই আমেরিকায় মৃত্যুসংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গিয়েছিল। এ দিন সেখানে আরও ৪৭৩ জন প্রাণ হারিয়েছেন। তাতে বিকাল ৪টে পর্যন্ত আমেরিকায় মৃত্যুসংখ্যা গিয়ে ঠেকেছে ২০ হাজার ৬০৮-এ। আক্রান্তের সংখ্যা গিয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৬।

গত ২৪ ঘণ্টায় স্পেনে ৬১৯ জন করোনা আক্রান্ত প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সে দেশের স্বাস্থ্যমন্ত্রক। গত তিন দিনে যা সর্বোচ্চ। এখনও পর্যন্ত সে দেশে ১৬ হাজার ৯৭২ জন প্রাণ হারিয়েছেন। আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৬ হাজার ১৯।

আরও পড়ুন: পর্যাপ্ত পরীক্ষা, কড়া ব্যবস্থা, করোনা আক্রান্তের সংখ্যায় লাগাম টেনে নজরে কেরল​

ইটালিতে এখনও পর্যন্ত করোনার প্রকোপে ১৯ হাজার ৫৬৮ জন প্রাণ হারিয়েছেন। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ২৭১ জন। তবে আগের তুলনায় পরিস্থিতি খানিকটা হলেও শুধরেছে সেখানে।

ব্রিটেনেও মৃত্যুসংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই। এখনও পর্যন্ত ৯ হাজার ৮৯২ জন প্রাণ হারিয়েছেন সেখানে। আক্রান্তের সংখ্যাও ৮০ হাজার ছুঁইছুঁই।

ফ্রান্সে এখনও পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১৩ হাজার ৮৫১ জন। আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ৭৩০।

আরও পড়ুন: করোনা: ৪০ বছরে সবচেয়ে দৈন্যদশার পথে দক্ষিণ এশিয়া, পূর্বাভাস বিশ্বব্যাঙ্কের​

তবে মাঝে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে এলেও, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা থাবা বসিয়েছে চিনে। সেখানে এক দিনে প্রায় ১০০ জন প্রাণ হারিয়েছেন। নতুন করে আক্রান্তও হয়েছেন শতাধিক।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus US COVID-19 Iran Italy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE