Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Coronavirus

১০ গুণ বেশি শক্তিশালী! নয়া কোভিড ভ্যাকসিন ক্যান্ডিডেট নিয়ে দাবি আমেরিকার গবেষকদের

পরীক্ষায় দেখা গিয়েছে, ভাইরাসের বিরুদ্ধে অনেক বেশি সময় ধরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সফল হয়েছে ভ্যাকসিন ক্যান্ডিডেটটি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২০ ১৫:৫৫
Share: Save:

করোনার সংক্রমণ রুখতে অতি শক্তিশালী কোভিড-১৯ ভ্যাকসিন ক্যান্ডিডেট আবিষ্কারের দাবি করলেন আমেরিকার গবেষকরা। তাঁরা জানিয়েছেন, অত্যন্ত শক্তিশালী এই ভ্যাকসিন ক্যান্ডিডেট কম ডোজে ব্যবহার করা হলেও তা ১০ গুণ বেশি ক্ষমতাসম্পন্ন। তবে এখনও পর্যন্ত মানবদেহে এর পরীক্ষা করা হয়নি।

এই গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিন বিভাগের বিজ্ঞানীরাও। তাঁরা জানিয়েছেন, এখনও পর্যন্ত মানবদেহে এই ভ্যাকসিন ক্যান্ডিডেটের প্রয়োগ করা না হলেও ইঁদুরের শরীরে তা প্রবেশ করানো হয়েছে। এবং তাতে বড়সড় সাফল্য লক্ষ করা গিয়েছে। সেই পরীক্ষায় দেখা গিয়েছে, ভাইরাসের বিরুদ্ধে অনেক বেশি সময় ধরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সফল হয়েছে ভ্যাকসিন ক্যান্ডিডেটটি। ভবিষ্যতে অতিমারি রুখতে একে বড়সড় সাফল্য হিসাবেই দেখছেন গবেষকরা। এ নিয়ে সায়েন্টিফিক জার্নাল ‘সেল’-এ তাঁদের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

গবেষকদের দাবি, করোনার সংক্রমণের থেকে যাঁরা সেরে উঠেছেন, তাঁদের দেহে তৈরি হওয়া অ্যান্টিবডির থেকেও বেশি মাত্রায় প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছে এই ভ্যাকসিন ক্যান্ডিডেট। এমনকি, সাধারণের থেকে ৬ গুণ কম ডোজ দিলেও তা ইঁদুরের দেহে ১০ গুণ বেশি প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে বলেও দাবি তাঁদের। স্তন্যপায়ী প্রাণীর দেহে প্রবেশ করানোর পর এটি অতি শক্তিশালী বি-ইমিউন সিস্টেম তৈরি করেছে। গবেষকদের মতে, এর ফলে করোনাভাইরাসের মিউটেশন হলেও তার থেকে হয়তো আক্রান্তকে রক্ষা করতে সক্ষম হবে এই ভ্যাকসিন ক্যান্ডিডেটটি।

আরও পড়ুন: মাথাব্যথা ভিড় নিয়েই, কোন রুটে কত লোকাল দরকার, বৈঠকে রেল-রাজ্য

আরও পড়ুন: করোনা থেকে সেরে উঠছেন? ভাল থাকতে কী কী খেতেই হবে

প্রাণীদেহে কী ভাবে কাজ করেছে এই ভ্যাকসিন ক্যান্ডিডেট? গবেষণাপত্র অনুযায়ী, মানবদেহ ছাড়া অন্য কোনও স্তন্যপায়ী প্রাণীর দেহে প্রবেশের পর ভ্যাকসিন ক্যান্ডিডেটটির আণবিক কাঠামো করোনাভাইরাসের একটি প্রতিরূপ তৈরি করে নেয়। এর পর তা করোনার বিভিন্ন স্পাইক প্রোটিনে আঘাত হানে। যা হয়তো প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কাজে সাহায্য করে।

করোনার বিরুদ্ধে লড়াইতে এই ভ্যাকসিন ক্যান্ডিডেটের সাফল্যে আশার আলো দেখছেন গবেষকরা। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এই গবেষণাপত্রের সহ-লেখক নিল কিং বলেন, “আশা করি, আমাদের ন্যানোপার্টিকল প্ল্যাটফর্মটি হয়তো এই অতিমারির বিরুদ্ধে লড়াইতে সাহায্য করবে।” এই ভ্যাকসিন ক্যান্ডিডেটের ক্ষমতা নিয়েও আশাবাদী কিং। তাঁর কথায়, “এই ভ্যাকসিন ক্যান্ডিডেটের কার্যকারিতা, স্থায়িত্ব এবং প্রতিরোধক ক্ষমতা অন্য অনেক গবেষণারত ভ্যাকসিনের থেকে একে আলাদা মাত্রা দেবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE