Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ডালপালা ছড়াচ্ছে দাউদের কোম্পানি

নিশানায় ডি-কোম্পানি। সন্ত্রাস আর অপরাধের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করতে গিয়ে  ঘুরিয়ে ফের পাকিস্তানকেই একহাত নিলেন আমেরিকার জর্জ মেসন ইউনিভার্সিটির অধ্যাপক ও সন্ত্রাস বিশেষজ্ঞ লুইস শেলি। 

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৮ ০৩:৫১
Share: Save:

নিশানায় ডি-কোম্পানি। সন্ত্রাস আর অপরাধের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করতে গিয়ে ঘুরিয়ে ফের পাকিস্তানকেই একহাত নিলেন আমেরিকার জর্জ মেসন ইউনিভার্সিটির অধ্যাপক ও সন্ত্রাস বিশেষজ্ঞ লুইস শেলি।

সম্প্রতি মার্কিন কংগ্রেসের কাছে একটি রিপোর্ট পেশ করে তিনি দাবি করেছেন, দাউদ করাচিতেই রয়েছে। আর সেখান থেকে ডালপালা ছড়াচ্ছে ডি-কোম্পানি। মাদক-ব্যবসার অর্থ কাজে লাগিয়েই তারা অপরাধ ও সন্ত্রাসের নিত্যনতুন কারবার ফাঁদছে বলেও জানিয়েছেন তিনি।

মুম্বই হামলা-সহ ভারতে একাধিক সন্ত্রাস হামলার মূল ষড়যন্ত্রী দাউদকে পাকিস্তান পুষছে বলে বহু দিন থেকেই সুর চড়িয়ে আসছে নয়াদিল্লি। গোড়ায় পাত্তা না দিলেও, ২০০৩-এ কার্যত ভারতের দাবি মেনেই তাকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ হিসেবে চিহ্নিত করে আমেরিকা। ওয়াশিংটনের দাবি, পাকিস্তানের পাসপোর্ট রয়েছে দাউদের কাছে। আল-কায়দা জঙ্গি-গোষ্ঠীর সঙ্গেও ডনের ঘনিষ্ঠতার অভিযোগ মেনে নেয় মার্কিন ট্রেজারি দফতর। শুরু হয় ভারত-আমেরিকার যৌথ সাঁড়াশি আক্রমণ। ইসলামবাদ যদিও দাউদকে আশ্রয় দেওয়ার কথা বরাবর অস্বীকার করে এসেছে।

মার্কিন অধ্যাপক শেলির প্রতিবেদনে সরাসরি পাক-মদতের অভিযোগ না থাকলেও, তিনি বলছেন, ‘‘মেক্সিকোর মাদক-কারবারিদের মতো করেই নিজেদের ব্যবসায় বিপুল বৈচিত্র এনেছে ডি-কোম্পানি।’’ কী রকম? অধ্যাপকের দাবি, অস্ত্রপাচার, ডিভিডি জাল করার পাশাপাশি জঙ্গিদের হাওয়ালা মারফত অর্থ পাচারও করছে দাউদের সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE