Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মৃতেরা ভিয়েতনামের, আশঙ্কা

মৃতদের মধ্যে গিয়েন দিন লুয়ং (২০) নামে ভিয়েতনামের এক যুবক থাকতে পারেন বলে এখন আতঙ্কে রয়েছেন তাঁর বাবা।

রাস্তার ধারে মৃতদেহ বোঝাই ট্রাক পাওয়া গেল লন্ডনে।

রাস্তার ধারে মৃতদেহ বোঝাই ট্রাক পাওয়া গেল লন্ডনে।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ ০৩:০৮
Share: Save:

লন্ডনে ট্রাকের ভিতরে উদ্ধার হওয়া ৩৯টি মৃতদেহের মধ্যে কুড়ি জনই ভিয়েতনামের বাসিন্দা বলে শনিবার আশঙ্কা প্রকাশ করল পুলিশ।

মৃতদের মধ্যে গিয়েন দিন লুয়ং (২০) নামে ভিয়েতনামের এক যুবক থাকতে পারেন বলে এখন আতঙ্কে রয়েছেন তাঁর বাবা। লন্ডনে ভিয়েতনামের অধিবাসীদের নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থা সূত্রের খবর, সম্প্রতি গিয়েনের বাবাকে ফোন করে কেউ জানায়, ছেলের সঙ্গে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। ২০১৭ সালে কাজের খোঁজে ভিয়েতনাম ছাড়েন গিয়েন। সম্প্রতি প্যারিসে বেআইনি ভাবে থাকতে শুরু করেছিলেন তিনি। দেহগুলি উদ্ধারের দু’দিন আগে সেখান থেকেই শেষবার বাবার সঙ্গে কথা হয় তাঁর। বাবাকে গিয়েন বলেন, একটি দলের সঙ্গে লন্ডনে কাজের খোঁজে যাচ্ছেন। ছেলের দেহ শনাক্ত করতে ইতিমধ্যেই রওনা দিয়েছেন গিয়েনের বাবা।

দু’দিন আগে লন্ডনের অদূরে এসেক্সে আটক ট্রাকটিতে ৩১ জন পুরুষ ও ৮ মহিলার দেহ মিলেছিল। প্রাথমিক ভাবে অনুমান করা হয়েছিল যে তাঁরা চিনা নাগরিক। শুক্রবার ভিয়েতনামের এক মহিলার পরিচয় জানা যায়। পুলিশের অনুমান, মৃতরা সকলেই ব্রিটেনে কাজের খোঁজে আসা অনুপ্রবেশকারী। চিনা পাসপোর্ট জাল করে তাঁরা ইউরোপে ঢুকেছিলেন বলে মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

London Murder Vietnam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE