Advertisement
১৯ এপ্রিল ২০২৪
International News

অচৈতন্য মালকিনের সঙ্গে লেগে রইল কুকুর, দেখুন ভিডিয়ো

কোনও গল্পকথা নয়, নয় কোনও কল্পকাহিনীও। এমন ঘটনাই ঘটেছে চিনের হেইলংজিয়াঙের দা কিং-এ। কেউ মোবাইলে ভিডিয়োয় তুলেছিলেন সেই প্রভুভক্তির ছবি। এই সপ্তাহের গোড়ার দিকে তা দ্রুত ভাইরাল হয়ে যায় চিনের সোশ্যাল মিডিয়ায়, চিনা দৈনিক ‘পিপল্‌স ডেলি’র দৌলতে।

সেই কুকুর। হাসপাতালেও মালকিনের পাশে! চিনের দা কিং-এ। ছবি: পিপল্‌স ডেলির সৌজন্যে।

সেই কুকুর। হাসপাতালেও মালকিনের পাশে! চিনের দা কিং-এ। ছবি: পিপল্‌স ডেলির সৌজন্যে।

সংবাদ সংস্থা
দা কিং (চিন) শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৮ ১১:২৬
Share: Save:

মালকিনের সঙ্গে রাস্তায় হাঁটছিল। হঠাৎই মাথা টলে যায় মালকিনের। জ্ঞান হারিয়ে রাস্তাতেই পড়ে যান মালকিন। আর তাতেই ভড়কে যায় সে। ঘুরঘুর করতে থাকে মালকিনের অচৈতন্য দেহের পাশে। কিছু ক্ষণ পর অ্যাম্বুল্যান্স আসে। তড়িঘড়ি তাতে তোলা হয় মালকিনকে। কিন্তু তার উদ্বেগের তো শেষ নেই। লাফিয়ে উঠে পড়ে সেই অ্যাম্বুল্যান্সে। অচৈতন্য মালকিনকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, মালকিনের কী হল, শেষ পর্যন্ত, তা জানতে হবে তো!

কোনও গল্পকথা নয়, নয় কোনও কল্পকাহিনীও। এমন ঘটনাই ঘটেছে চিনের হেইলংজিয়াঙের দা কিং-এ। কেউ মোবাইলে ভিডিয়োয় তুলেছিলেন সেই প্রভুভক্তির ছবি। এই সপ্তাহের গোড়ার দিকে তা দ্রুত ভাইরাল হয়ে যায় চিনের সোশ্যাল মিডিয়ায়, চিনা দৈনিক ‘পিপল্‌স ডেলি’র দৌলতে।

হাসপাতালেও মালকিনের পিছু ছাড়তে রাজি হয়নি সেই কুকুর। হাসপাতালের এক নার্স জানিয়েছেন, চিকিৎসকদের পিছনেও ঘুরঘুর করতে থাকে কুকুরটি। যেন তাঁদের কাছ থেকে সে জেনে-বুঝে নিতে চায়, মালকিনের ঠিক কী হয়েছে। ডাক্তারদের পরীক্ষানিরীক্ষার সময় উদ্বিগ্ন চোখে মালকিনের আশপাশে ঘুরঘুর করতে দেখা যায় তাকে।

দেখুন সেই ভিডিয়ো

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, কোনও অ্যাম্বুল্যান্সে এই ভাবে কুকুর তুলতে দেওয়া হয় না। কিন্তু মালকিনের জন্য কুকুরটির উদ্বেগ দেখে বাধ্য হয়েই তাঁকে অ্যাম্বুল্যান্সে তোলা হয়েছিল।

আরও পড়ুন- কেরলে বন্যায় যে ভাবে মৃত্যুর মুখ থেকে পরিবারকে বাঁচাল এই সারমেয়​

আরও পড়ুন- জানেন কি কুকুরের হাবভাব দেখেও ভবিষ্যত্ জানা যায়?​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dog Ambulance China চিন
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE