Advertisement
১৯ এপ্রিল ২০২৪
International News

ট্রাম্পকে ফোন শি-র, করোনায় ১০ কোটি ডলার সাহায্যের প্রস্তাব আমেরিকার

চিনে মৃতের সংখ্যা ৬৩০ ছাড়িয়েছে। আক্রান্ত ৩০ হাজারের বেশি।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৪৬
Share: Save:

দেশে নোভেল করোনাভাইরাস সংক্রমণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বললেন চিনা প্রেসিডেন্ট শি চিনফিং। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফোনে শি মার্কিন প্রেসিডেন্টকে বলেছেন, ‘‘আমরা নিশ্চিত, মহামারি আমরা রুখবই। চিনের অর্থনীতিও থেমে থাকবে না।’’ করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে চিন ও আক্রান্ত অন্য দেশগুলিকে ১০ কোটি ডলার পর্যন্ত সাহায্যের প্রস্তাব দিয়েছে আমেরিকা।

চিনে মৃতের সংখ্যা ৬৩০ ছাড়িয়েছে। আক্রান্ত ৩০ হাজারের বেশি। গৃহবন্দি লক্ষ লক্ষ বাসিন্দা। প্রথম যে চিকিৎসক ভাইরাসটির খবর দিয়েছিলেন, গত কাল তিনি সংক্রমিত হয়ে মারা গিয়েছেন।

মারণ ভাইরাসের খবর ফাঁস করে দেওয়ায় শাস্তি হয়েছিল ‘হুইসলব্লোয়ার’ ওই চিকিৎসকের। কিন্তু গত কাল তাঁর মৃত্যুর পরে নড়ে বসেছে চিন প্রশাসন। প্রথমে আমেরিকার সাহায্য নিতে অস্বীকার করলেও এখন মত বদলেছে চিন। ট্রাম্পকে শি বলেন, ‘‘এই পরিস্থিতিতে যা পদক্ষেপ করবেন, আশা করি ভেবে করবেন।’’ একাধিক রাষ্ট্র চিনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। তাদের সিদ্ধান্তকে ধিক্কার জানিয়ে ট্রাম্পকে যথাযোগ্য সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: রেকর্ড ভেঙে ১১ মাস পৃথিবীর বাইরে কাটিয়ে ঘরে ফিরলেন মহিলা মহাকাশচারী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Donald Trump Xi Jinping Novel Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE