Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ওবামার কিউবা চুক্তি বাতিল ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট আজ গিয়েছিলেন মায়ামির লিটল হাভানাতে— দেশছাড়া কিউবানদের এক সভায়। সেখানেই তিনি বলেছেন, ‘‘আগের প্রশাসনের সম্পূর্ণ একতরফা ওই চুক্তি আমি এই মুহূর্তে বাতিল করে দিচ্ছি।’’

ছবি: রয়টার্স।

ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
মায়ামি শেষ আপডেট: ১৭ জুন ২০১৭ ০২:৪৪
Share: Save:

নিজের নির্বাচনী প্রচারের সময় থেকেই হুমকিটা দিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত যা বলেছিলেন, করেই ফেললেন। বহু কাঠখড় পুড়িয়ে কিউবার সঙ্গে যে সৌহার্দ্য-চুক্তি করেছিলেন বারাক ওবামা, আজ তা বাতিল করে দিলেন তাঁর উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট আজ গিয়েছিলেন মায়ামির লিটল হাভানাতে— দেশছাড়া কিউবানদের এক সভায়। সেখানেই তিনি বলেছেন, ‘‘আগের প্রশাসনের সম্পূর্ণ একতরফা ওই চুক্তি আমি এই মুহূর্তে বাতিল করে দিচ্ছি।’’ তাঁর অভিযোগ, রাউল কাস্ত্রোর প্রশাসনের সঙ্গে ওবামা ওই চুক্তি করার পরে কিউবায় ‘নিষ্ঠুর’ কমিউনিস্ট শাসনের বাড়বাড়ন্ত হয়েছে। বেড়েছে হিংসা ও অস্থিরতা।

ট্রাম্প জানান, কিউবাকে আগে রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে। আমেরিকার আইনের হাত থেকে পলাতক ও যুদ্ধাপরাধীদের প্রত্যর্পণ করতে হবে। মত প্রকাশের স্বাধীনতাকে গুরুত্ব দিয়ে দেশে অবাধ নির্বাচন করতে হবে। এই শর্তগুলো পূরণ
না হওয়া পর্যন্ত কাস্ত্রোর দেশের সঙ্গে নয়া চুক্তি করবে না আমেরিকা। মার্কিন সংস্থাগুলিও কিউবার ‘সামরিক সরকার-চালিত’ সংস্থাগুলির সঙ্গে ব্যবসায়িক লেনদেন করতে পারবে না। পাশাপাশি, কিউবার সেনাকে যে সব মার্কিন নাগরিক টাকা পাঠান বলে অভিযোগ, তাঁদের এ বার ধরপাকড়ের জন্য প্রস্তুত থাকতে বলেছেন ট্রাম্প।

ওবামার উদ্যোগে ৫৪ বছর পরে হাভানায় খুলেছিল মার্কিন দূতাবাস। সেই দূতাবাস অবশ্য বন্ধ করছেন না ট্রাম্প। বন্ধ হচ্ছে না বাণিজ্যিক উড়ান ও জাহাজ চলাচল। কিন্তু তাতেও থাকছে নিয়মের ফাঁস। মার্কিন সরকারের অনুমোদিত কারণ ছাড়া কেউ কিউবায় গেলে ট্রেজারি অডিটের মুখে পড়তে হতে পারে তাঁকে। ট্রাম্প আজ বলেন, ‘‘ওরা লড়ে সব আদায় করেছিল। আর আমরা লড়তেই পারিনি। কিন্তু আজ তাস আমাদের হাতে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE