Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ওবামার বাড়ির মতো প্রাচীর চাই: ট্রাম্প

হোয়াইট হাউসের বিদায়ী চিফ অব স্টাফ জন কেলি বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা প্রাচীর বলে দাবি করেন, সেটা ঠিক প্রাচীর নয়! আর খোদ প্রেসিডেন্ট প্রাচীর বোঝাতে তাঁর পূর্বসূরির বাড়ির দেওয়ালের সঙ্গে তুলনা দিচ্ছেন। বলছেন, সুরক্ষার কথা ভেবে আমেরিকাকে ওই রকম প্রাচীর দিয়ে মুড়ে দেওয়া প্রয়োজন।

প্রাচীর তুলতে বদ্ধপরিকর ট্রাম্প রবিবার মেক্সিকো সীমান্তে সুরক্ষা বৃদ্ধির কথা বলতে গিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কথা বলেন।— ফাইল চিত্র।

প্রাচীর তুলতে বদ্ধপরিকর ট্রাম্প রবিবার মেক্সিকো সীমান্তে সুরক্ষা বৃদ্ধির কথা বলতে গিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কথা বলেন।— ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৯ ০৩:১৪
Share: Save:

হোয়াইট হাউসের বিদায়ী চিফ অব স্টাফ জন কেলি বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা প্রাচীর বলে দাবি করেন, সেটা ঠিক প্রাচীর নয়! আর খোদ প্রেসিডেন্ট প্রাচীর বোঝাতে তাঁর পূর্বসূরির বাড়ির দেওয়ালের সঙ্গে তুলনা দিচ্ছেন। বলছেন, সুরক্ষার কথা ভেবে আমেরিকাকে ওই রকম প্রাচীর দিয়ে মুড়ে দেওয়া প্রয়োজন।

মেক্সিকো সীমান্তে প্রাচীর তৈরি হবেই—এ কথা বলে নির্বাচনী প্রচারে একটা সময় কম গলা ফাটাননি ট্রাম্প। আর সেই প্রাচীর তুলতে নাকি অর্থ জোগাবে মেক্সিকোই। কেলি জানাচ্ছেন, এ সব একটা সময়ে বলা হয়েছে ঠিকই। কিন্তু এখন যদি কংগ্রেসে বিষয়টি পাশ হয়ে অর্থ মঞ্জুর হয়েও যায়, মেক্সিকো এর জন্য অর্থ কখনওই দেবে না। এ বিষয়টা প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার একেবারে গোড়া থেকেই জানতেন বলে দাবি কেলির।

এক মার্কিন দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এর পরেই কেলির সংযোজন, ‘‘সত্যি কথা বলতে কী, ওটা ঠিক প্রাচীর নয়। উনি এখনও বলে যান প্রাচীর। মাঝেমধ্যে বলেন, ‘বেড়া’ জাতীয়। এখন যেমন ওঁর মনে হচ্ছে, লোহার বেড়া। কিন্তু কংক্রিটের প্রাচীর কোনও অবস্থাতেই ভাবনায় ছিল না।’’ যদিও গত জানুয়ারিতে এই প্রাচীর নিয়ে ট্রাম্পের সঙ্গে কেলির সংঘাত উঠে আসে টুইটারে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট সাফ জানান, ‘‘প্রাচীরটা প্রাচীরই হবে। প্রথম দিন থেকে আমি যেমনটা ভেবেছিলাম, সেই ভাবনাই রয়েছে। কোথাও কিছু পাল্টায়নি।’’ আবার সেই মাসেই এক মার্কিন দৈনিককে ট্রাম্প বলেছিলেন, ‘‘ধরুন প্রাচীরটা কংক্রিটের আর বেশ মোটা, এবং মাটি থেকে ৩২ ফুট উঁচু... মানে খুবই উঁচু আর কি। সে ক্ষেত্রে আবার ৩২ ফুট উঁচু থেকে দেখা সম্ভব নয়, উল্টো দিকে কে আছে।’’

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বাড়ি

একটি সূত্রে দাবি, প্রাচীর তুলতে বদ্ধপরিকর ট্রাম্প রবিবার মেক্সিকো সীমান্তে সুরক্ষা বৃদ্ধির কথা বলতে গিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কথা বলেন। ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, ‘‘প্রেসিডেন্ট আর মিসেস ওবামা ওঁদের ওয়াশিংটনের ম্যানসনের বাইরে দশ ফুট উঁচু প্রাচীর তৈরি করিয়েছেন। ওঁদের নিরাপত্তার জন্য এটা অবশ্যই দরকার। আমেরিকারও এমনটাই প্রয়োজন। শুধু একটু বড় আকারের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE