Advertisement
২৪ এপ্রিল ২০২৪
USA

গোয়েন্দা কর্তাকে ছেঁটে ফেললেন ট্রাম্প

শেষ ধাপে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সেনেটে ইমপিচ ফাঁড়া কাটলেও, কাল কংগ্রেসকে জানিয়েই সেই গোয়েন্দা কর্তা মাইকেল অ্যাটকিনসনকে ছেঁটে ফেললেন ট্রাম্প। 

ডোনাল্ড ট্রাম্প। ছবি—রয়টার্স

ডোনাল্ড ট্রাম্প। ছবি—রয়টার্স

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২০ ০৫:৫২
Share: Save:

মূলত তাঁর দেওয়া গোয়েন্দা-ইনপুটের উপর ভিত্তি করেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট তদন্ত শুরু করেছিল মার্কিন কংগ্রেস। কার্যত শেষ ধাপে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সেনেটে ইমপিচ ফাঁড়া কাটলেও, কাল কংগ্রেসকে জানিয়েই সেই গোয়েন্দা কর্তা মাইকেল অ্যাটকিনসনকে ছেঁটে ফেললেন ট্রাম্প।

কংগ্রেসকে দেওয়া চিঠিতে প্রেসিডেন্ট স্পষ্ট লিখলেন, “গোয়েন্দা বিভাগের ইনস্পেক্টর জেনারেলদের প্রতি আমি এত দিন আস্থা রেখেই চলছিলাম। কিন্তু অ্যাটকিনসনের ক্ষেত্রে ব্যাপারটা অন্য রকম হয়ে দাঁড়িয়েছিল। তাই তাঁকে চাকরি থেকে সরাতেই হল।’’ সূত্রের খবর, কাল থেকেই অ্যাটকিনসনকে ৩০ দিনের প্রশাসনিক ছুটিতে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।

সেই ছুটির মেয়াদ ফুরোলেই চাকরি খতম! ট্রাম্প বিশ্বাসভঙ্গের কথা বললেও, করোনা-ত্রাসের আবহেও ট্রাম্প ‘প্রতিহিংসার রাজনীতি’ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিরোধী ডেমোক্র্যাটরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

USA Donald Trump Michale Atkinson
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE