Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ভোটে হস্তক্ষেপ রুখতে কড়া ট্রাম্প

সম্পত্তি বাজেয়াপ্ত করা থেকে শুরু করে বৈদেশিক মুদ্রা লেনদেন, মার্কিন আর্থিক প্রতিষ্ঠান থেকে সুযোগসুবিধা নেওয়া নিষিদ্ধ করা হবে অভিযুক্ত দেশ বা ব্যক্তির ক্ষেত্রে।

ডোনাল্ড ট্রাম্প। ছবি এএফপি।

ডোনাল্ড ট্রাম্প। ছবি এএফপি।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮ ০৫:২২
Share: Save:

আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ করলে সংশ্লিষ্ট দেশ বা ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত দিলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার এই সংক্রান্ত নির্দেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, ‘‘আমেরিকার নির্বাচনে বা আরও ব্যাপক ভাবে বললে সামগ্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় বৈদেশিক হস্তক্ষেপ বন্ধ করার জন্য এই পদক্ষেপ।’’ কী ধরনের নিষেধাজ্ঞা? বোল্টন জানাচ্ছেন, সম্পত্তি বাজেয়াপ্ত করা থেকে শুরু করে বৈদেশিক মুদ্রা লেনদেন, মার্কিন আর্থিক প্রতিষ্ঠান থেকে সুযোগসুবিধা নেওয়া নিষিদ্ধ করা হবে অভিযুক্ত দেশ বা ব্যক্তির ক্ষেত্রে।

বুধবার সাংবাদিকদের অনুপস্থিতে রুদ্ধদ্বার এক বৈঠকে এই নির্দেশিকায় সই করেন ট্রাম্প। পরে তিনি বলেছেন, ‘‘আমি খুব স্পষ্ট করে বলছি, আমাদের নির্বাচনে বাইরের কোনও হস্তক্ষেপ সহ্য করব না।’’

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের দাবি ঘিরে বহু জলঘোলা হয়। চলতি নভেম্বরে আমেরিকায় অন্তর্বর্তী নির্বাচন। এ বারেও জাতীয় গোয়েন্দা শাখার ডিরেক্টর ড্যান কোটসও বলেছেন, ‘‘আমেরিকাকে দুর্বল ও ভাগ করার জন্য দেদার প্রচার চালাচ্ছে রাশিয়া।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Election Donald Trump
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE