Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বোকা প্রশ্ন! সাংবাদিককে ধমকে অ্যাক্রেডিশন কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

আগামী দিনে আরও এক ঝাঁক সাংবাদিকের হোয়াইট হাউসে গিয়ে খবর সংগ্রহের অনুমতি (অ্যাক্রেডিশন) কেড়ে নেওয়ার হুমকিও দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ০১:৫০
Share: Save:

প্রশ্নের মুখে আবার মেজাজ হারালেন ডোনাল্ড ট্রাম্প। ‘কী বোকার মতো প্রশ্ন!’ বলে শুধু এড়িয়ে যাওয়াই নয়, আগামী দিনে আরও এক ঝাঁক সাংবাদিকের হোয়াইট হাউসে গিয়ে খবর সংগ্রহের অনুমতি (অ্যাক্রেডিশন) কেড়ে নেওয়ার হুমকিও দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট।

মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশের দিন গত বুধবার হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে সিএনএনের সাংবাদিক জিম অ্যাকোস্টার সঙ্গে বিতণ্ডায় জড়ান ট্রাম্প। অভব্যতার অভিযোগে জিমকে ‘ভয়ঙ্কর লোক’ তকমা দিয়ে তাঁর ‘অ্যাক্রেডিশন’ কেড়ে নেওয়া হয়। গত কাল ফের ট্রাম্পের বিরক্তি ঝরে পড়ল ওই মার্কিন চ্যানেলটির প্রতি। সাংবাদিকের নাম, অ্যাবি ফিলিপ। তাঁকে নিশানা করে দেশের সব সংবাদমাধ্যমকেই প্রেসি়ডেন্ট বার্তা দিলেন ‘‘পবিত্র হোয়াইট হাউসের প্রতি সম্মান দেখানোটা সকলের কর্তব্য। এখানে দাঁড়িয়ে আপনি প্রেসিডেন্টকে অসম্মান করতে পারেন না।’’

অ্যাবি জানতে চেয়েছিলেন, নয়া অ্যাটর্নি জেনারেলকে দিয়ে ট্রাম্প কি মার্কিন ভোটে রুশ তদন্তে প্রভাব খাটাতে চাইবেন! প্রশ্নটা অপ্রাসঙ্গিক বা অমূলক নয়। ভোটের ফল প্রকাশের দিনই অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে ছেঁটে ফেলার কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট। তাঁর জায়গায় ট্রাম্প যাঁকে নিয়ে এসেছেন, সেই ম্যাথু হুইটেকার রুশ হস্তক্ষেপ তদন্তের দায়িত্বপ্রাপ্ত বিশেষ কৌঁসুলি রবার্ট ম্যুলারের ঘোষিত বিরোধী। তাই প্রশ্নটা উঠতেই অস্বস্তিতে পড়ে ট্রাম্প বলেন, ‘‘কী বোকার মতো প্রশ্ন! কোনও মানেই হয় না। তবে আমি আপনাদের চ্যানেলটা দেখি। এই ধরনের বোকামো দেখতেই।’’

অ্যাবির সহকর্মী জিমকে ‘চূড়ান্ত অপেশাদার’ বলেও এ দিন একহাত নেন ট্রাম্প। কত দিন হোয়াইট হাউসে ঢুকতে দেওয়া হবে না জিমকে?

প্রেসিডেন্টের জবাব, ‘‘নিষেধাজ্ঞার তালিকা আরও বাড়তে পারে। হোয়াইট হাউসে দাঁড়িয়ে আপনি যা খুশি করত পারেন না।’’ তাঁর ‘গোসা-তালিকা’য় আমেরিকান আর্বান রেডিয়ো নেটওয়ার্কস ও সিএনএনের সাংবাদিক এপ্রিল ডি রায়ান আসতে পারেন, তারও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। কার্যত অপ্রসাঙ্গিক ভাবেই রায়ানকে এ দিন ‘হেরো’ এবং ‘ভয়ঙ্কর নোংরা’ বলে উল্লেখ করেন ট্রাম্প।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE