Advertisement
২৫ এপ্রিল ২০২৪
International News

বিধ্বংসী আগুনে লিভারপুলে পুড়ে গেল কয়েকশো গাড়ি

মাঠ-লাগোয়া বিশাল একটি এলাকায় কার পার্কিং স্লটে হঠাৎ আগুন লাগায় পুড়ে ছাই হয়ে যায় সবক’টি গাড়ি। ওই কার পার্কিং স্লটে ১৬০০ গাড়ি রাখা যায়। তবে আগুনে কতগুলি গাড়ি পুড়েছে, জানা যায়নি। এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি। কোনও ঘোড়ারও ক্ষতি হয়নি।

ঘোড়দৌড়ের মাঠের কার পার্কিং স্লটের সেই বিধ্বংসী আগুন। রবিবার, লিভারপুলে।

ঘোড়দৌড়ের মাঠের কার পার্কিং স্লটের সেই বিধ্বংসী আগুন। রবিবার, লিভারপুলে।

সংবাদ সংস্থা
লিভারপুল শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৮ ১৪:৫৩
Share: Save:

দাউদাউ আগুনে ভেস্তে গেল লি‌ভারপুলের একটি মাঠে কার পার্কিং স্লটে থাকা কয়েকশো গাড়ি। ওই মাঠে আন্তর্জাতিক ঘোড়দৌড়ের আসর বসেছিল। ওই দুর্ঘটনার পর ভেস্তে গেল সেই ঘোড়দৌড়ের আসরও। রবিবার।

ব্রিটেনের উত্তর-পশ্চিম প্রান্তের শহর লিভারপুলে যে মাঠে ঘোড়দৌড়ের আয়োজন করা হয়েছিল, সেই মাঠ-লাগোয়া বিশাল একটি এলাকায় কার পার্কিং স্লটে হঠাৎ আগুন লাগায় পুড়ে ছাই হয়ে যায় সবক’টি গাড়ি। ওই কার পার্কিং স্লটে ১৬০০ গাড়ি রাখা যায়। তবে আগুনে কতগুলি গাড়ি পুড়েছে, জানা যায়নি। এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি। কোনও ঘোড়ারও ক্ষতি হয়নি।

লিভারপুলের ওই ঘোড়দৌড়ের মাঠে দর্শকাসনের সংখ্যা ১১ হাজার।

মার্সিসাইড পুলিশ জানাচ্ছে, প্রাথমিক তদন্তের পর অনুমান, কোনও একটি গাড়িতে আগুন লেগেছিল। আর সেই আগুনই পার্কিং স্লটের অন্য গাড়িগুলিতে দ্রুত ছড়িয়ে পড়ে। তাতে দাউদাউ করে জ্বলতে থাকে একের পর এক গাড়ি।

আরও পড়ুন- আরও এক ট্যাঙ্কার হাতছাড়া কিমের​

আরও পড়ুন- আদালত অবমাননা, আরও তিন বছর জেল মোরসির​

লিভারপুলের মেয়র জো অ্যান্ডারসন বলেছেন, ‘‘আগুনের শিখা আর ধোঁয়া এত উঁচুতে উঠেছিল আর তা চার পাশে ছড়িয়ে পড়ছিল এত দ্রুত যে দর্শকরা তা দেখে প্রাণ বাঁচাতে ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE