Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Rishi Sunak

অর্থনীতি ঘুরবে, আশ্বাস দিলেন সুনক

অতিমারির প্রভাব পড়েছে সারা বিশ্বের অর্থনীতিতেই।

ব্রিটিশ অর্থমনন্ত্রী ঋষি সুনক। ছবি: রয়টার্স।

ব্রিটিশ অর্থমনন্ত্রী ঋষি সুনক। ছবি: রয়টার্স।

শ্রাবণী বসু
লন্ডন শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২০ ০৪:০৭
Share: Save:

বরিস জনসনের উত্তরসূরি ভাবা হয় তাঁকে। জনপ্রিয়তার নিরিখে তিনি নাকি প্রধানমন্ত্রীর থেকেও এগিয়ে। কিন্তু অতিমারি-আবহে দেশের অর্থনীতি সম্পর্কে বলতে গিয়ে ‘বস’ জনসনের প্রশংসাই করলেন ব্রিটিশ অর্থমনন্ত্রী ঋষি সুনক। ইনফোসিস-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই, ভারতীয় বংশোদ্ভূত ঋষির কথায়, ‘‘সাম্প্রতিক ইতিহাসে বরিস জনসনই দেশের সেরা প্রধানমন্ত্রী।’’

অতিমারির প্রভাব পড়েছে সারা বিশ্বের অর্থনীতিতেই। সুনকের কথায়, ‘‘কোনও সরকারের পক্ষেই এই পরিস্থিতিতে সব চাকরি, সব ব্যবসার ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব নয়। কিন্তু প্রধানমন্ত্রী যে ভাবে পরিস্থিতি সামলাছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। এই পরিস্থিতিতে তাঁর থেকে যোগ্য প্রধানমন্ত্রী দেশ পেত না। আশ্বাস দিচ্ছি, সরকার আপনাদের পাশেই রয়েছে।’’

কর্মসংস্থান আরও বাড়ানোর আশ্বাস দিয়ে সুনক বলেন, ‘‘শিল্পমহলকে সব রকম সাহায্য করতে আমি প্রস্তুত।’’ তবে একই সঙ্গে তাঁর সতর্কবার্তা, ‘‘আমাদের বাস্তবটাও মেনে নিতে হবে। যদি ভেবে থাকি, ইচ্ছামতো খরচ করব, যত খুশি ধার করব, তা হলে ভুল হবে।’’ অগস্ট মাসেই ব্রিটিশ সরকারকে ৩ হাজার ৫৯০ কোটি পাউন্ড ধার করতে হয়েছে। ১৯৯৩ থেকে রাখা পরিসংখ্যা বলছে, এত বিপুল পরিমাণ ঘাটতির মুখে কখনও পড়েনি ব্রিটেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rishi Sunak Economy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE