Advertisement
২৫ এপ্রিল ২০২৪

নীরবের বিরুদ্ধে প্রমাণ দিতে সিঙ্গাপুর যাচ্ছে ইডি

‘ইলিংটন’-এর মালিকদের মধ্যে নীরবের বোন পূরবী মেটা রয়েছেন বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। ফলে সিঙ্গাপুর থেকে নীরবের কার্যকলাপ নিয়ে অনেক তথ্য জানা যাবে বলে মনে করছেন তাঁরা।

নীরব মোদী। ফাইল চিত্র।

নীরব মোদী। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৮ ০২:৪৭
Share: Save:

নীরব মোদীর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছে ইন্টারপোল। কিন্তু তা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে প্রমাণ দিতে রাজি নয় সিঙ্গাপুর। ব্যাঙ্ক প্রতারণার মামলায় অভিযুক্ত নীরব যে টাকা পাচার আইনে অভিযুক্ত, তা নিয়ে এখনও নিশ্চিত নয় সে দেশের সরকার। তাই এই বিষয়ে সিঙ্গাপুর সরকারের সহযোগিতা নিশ্চিত করতে সে দেশে একটি বিশেষ দল পাঠিয়েছে ইডি। সিঙ্গাপুর সরকারের কাছে নীরবের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পেশ করবেন সেই দলের সদস্যেরা। ইডি সূত্রে খবর, আন্তর্জাতিক বিনিয়োগকারী হিসেবে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দার মর্যাদা পেতে আবেদন করেছিলেন নীরব। সেই আর্জিতে তিনি জানিয়েছিলেন, ব্যবসায়ী হিসেবে তাঁর মাসিক আয় ৭৫ লক্ষ টাকা। তাছা়ড়া সিঙ্গাপুরের ‘ইলিংটন ইন্টারন্যাশনাল’ নামে একটি সংস্থা থেকে নীরবের ‘ফায়ারস্টার ডায়মন্ড’ সংস্থাকে টাকা পাঠানো হয়েছিল। এই লেনদেন কেন হয়েছে তা স্পষ্ট ভাবে জানাতে পারেনি ‘ফায়ারস্টার ডায়মন্ড’। ‘ইলিংটন’-এর মালিকদের মধ্যে নীরবের বোন পূরবী মেটা রয়েছেন বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। ফলে সিঙ্গাপুর থেকে নীরবের কার্যকলাপ নিয়ে অনেক তথ্য জানা যাবে বলে মনে করছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nirav Modi Singapore
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE