Advertisement
২৬ এপ্রিল ২০২৪
International

চিনে তথ্যপাচারের অভিযোগে জেল এফবিআই এজেন্টের

ছিলেন মার্কিন গুপ্তচর। কিন্তু চিনে ‘ডাব্‌ল এজেন্ট’-এর কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন আমেরিকার ‘ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন’ (এফবিআই)-এর এজেন্ট কুন শান চুন। গত মার্চেই তাঁকে গোপনে গ্রেফতার করা হয়েছিল। সোমবার আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছে। জন্মসূত্রে চিনা কুনকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সেই ধরা পড়া এফবিআই এজেন্ট কুন শান চুন। ছবি-ইন্টারনেট।

সেই ধরা পড়া এফবিআই এজেন্ট কুন শান চুন। ছবি-ইন্টারনেট।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৬ ২০:৩৮
Share: Save:

ছিলেন মার্কিন গুপ্তচর। কিন্তু চিনে ‘ডাব্‌ল এজেন্ট’-এর কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন আমেরিকার ‘ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন’ (এফবিআই)-এর এজেন্ট কুন শান চুন। গত মার্চেই তাঁকে গোপনে গ্রেফতার করা হয়েছিল। সোমবার আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছে। জন্মসূত্রে চিনা কুনকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালতে ৪৬ বছর বয়সী কুন নিজেও কবুল করেছেন, তাঁকে বিলাসবহুল হোটেলে দিনের পর দিন ফোকট্‌সে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন চিনের সরকারি কর্তারা। তাঁকে নিয়মিত ভাবেই অর্থ জুগিয়ে যাওয়া হোত। আর অবাধে করতে দেওয়া হোত নারী-সঙ্গ। এ সবের বিনিময়ে প্রচুর গোপন তথ্যাদি তিনি বেজিং-য়ে চিনের সরকারি কর্তাদের হাতে তুলে দিয়েছিলেন।

আরও পড়ুন- মাই নেম ইজ খান এবং আমি দেশপ্রেমিক আমেরিকান’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

China FBI Jail Double Agent
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE