Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Coronavirus

করোনা তহবিলের জন্য দৌড় পাঁচ ঘণ্টা

করোনা তহবিলে টাকা দান করতে ওই দিন তিনি যা করেছেন, তা নিয়েই আলোচনা করছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

বাড়ির বাগানে জেমস ক্যাম্পবেলের দৌড়। ছবি- এপি।

বাড়ির বাগানে জেমস ক্যাম্পবেলের দৌড়। ছবি- এপি।

সংবাদ সংস্থা 
লন্ডন শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২০ ১৫:৩৬
Share: Save:

প্রাক্তন জ্যাভলিন থ্রোয়ার জেমস ক্যাম্পবেল। বুঝবার ছিল তাঁর জন্মদিন। করোনা তহবিলে টাকা দান করতে ওই দিন তিনি যা করেছেন, তা নিয়েই আলোচনা করছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

করোনাভাইরাসের জেরের বাড়িতে বন্দি হয়ে থাকতে হচ্ছে তাঁকে। কিন্তু তাই বলে থেমে নেই দৌড়। করোনাভাইরাস মোকাবিলার তহবিলে দান করবেন টাকা। সে জন্য জন্মদিনে বাড়ির বাগানেই দৌড়লেন তিনি। সেই ভিডিয়ো লাইভ স্ট্রিমিং করে যে টাকা পেয়েছেন তা দান করেছেন ব্রিটিশ ন্যাশনাল হেল্থ সার্ভিসে।

ক্যাম্পবেল জানিয়েছেন, তাঁর বাগানের দৈর্ঘ্য ছ’মিটার। সেই দৈর্ঘ্যের বাগানে তিনি পাক মেরেছেন সাত হাজার বারের বেশি। এবং এ ভাবে মোট ৪২.২ কিলোমিটার দৌড়েছেন তিনি। দৌড়নোর সময় নেটাগরিকদের পাশাপাশি তাঁর প্রতিবেশীদেরও তাঁকে উৎসাহিত করতে দেখা গিয়েছে। এর জেরে প্রায় ১৮ হাজার পাউন্ড উঠেছে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ লক্ষ টাকা। আর তা তিনি দান করেছেন তহবিলে।

আরও পড়ুন: বিশ্বে ১০ লক্ষ ছাড়াল আক্রান্তের সংখ্যা, সবচেয়ে সঙ্কটে আমেরিকা

আরও পড়ুন: চারিদিকে মৃত্যুর হাহাকার, ঠিক ১০০ বছর আগে আর এক অতিমারির শিকার হয়েছিল বিশ্ব

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus UK
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE