Advertisement
২৪ এপ্রিল ২০২৪
International News

‘আপনার সঙ্গে বসতে পেরে সম্মানিত’, পুতিনকে বললেন ডোনাল্ড ট্রাম্প

বৈঠকের শুরুতেই ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনকে বলেন, ‘‘আপনার সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে পেরে আমি সম্মানিত। আশা, এই বৈঠক দু’দেশের জন্যই সদর্থক হবে।’’

‘জি-২০’ শীর্ষ সম্মেলনের এক ফাঁকে মুখোমুখি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে) ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।- ছবি- এএফপি।

‘জি-২০’ শীর্ষ সম্মেলনের এক ফাঁকে মুখোমুখি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে) ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।- ছবি- এএফপি।

সংবাদ সংস্থা
হামবুর্গ শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৭ ২১:০১
Share: Save:

জার্মানির হামবুর্গে দু’দিনের ‘জি-২০’ শীর্ষ সম্মেলনের এক ফাঁকে, শুক্রবার মুখোমুখি বৈঠকে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই বৈঠকে ছিলেন মার্কিন বিদেশ সচিব রেক্স টিলারসন ও রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ। জানুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর এই প্রথম রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক হল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। প্রায় সওয়া ২ ঘণ্টার বৈঠক করেন ওই দুই রাষ্ট্রপ্রধান।

কূটনৈতিক সূত্রের খবর, বৈঠকের শুরুতেই ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনকে বলেন, ‘‘আপনার সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে পেরে আমি সম্মানিত। আশা, এই বৈঠক দু’দেশের জন্যই সদর্থক হবে।’’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতে আসার পর ওই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পকে গোপনে মদত দেওয়ার অভিযোগ উঠেছিল রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে। মূলত, ডেমোক্র্যাটদের ওই অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু হয়েছে আমেরিকায়। তার পর থেকেই বিভিন্ন ইস্যুতে রাশিয়ার প্রতি একটু ‘কড়া লাইন’ নেওয়ার ইঙ্গিত মিলছিল মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর প্রশাসনের কর্তাব্যক্তিদের কথায়। সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আসাদকে রুশ সমর্থন ও সম্প্রতি ইউক্রেন প্রসঙ্গে রাশিয়ার বিরুদ্ধে সেই সুর আরও চড়া করে ট্রাম্প প্রশাসন। তার পর এ দিনের বৈঠক ঘিরে কৌতূহল ছিল স্বাভাবিক ভাবেই।

আরও পড়ুন- মার্কসের দেশে জি-২০ বৈঠক শুরু, হামবুর্গ জ্বলছে বাম বিক্ষোভের আগুনে

কূটনৈতিক সূত্রের খবর, ট্রাম্প এ দিন পুতিনকে বলেছেন, ‘‘আমরা রাশিয়াকে অনুরোধ করছি ইউক্রেনের ্অশান্তির অবসান ঘটাতে তারা সচেষ্ট হোক। ইরান ও সিরিয়ায় যাতে অস্থিরতা কমে, সে ব্যাপারেও রুস সহযোগিতা কাম্য।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE