Advertisement
২৪ এপ্রিল ২০২৪

মার্কিন কংগ্রেসে ডাক পিচাইকে

গ্রাহকের ব্যক্তিপরিসরে নাক গলানোর অভিযোগ মাঝেমধ্যেই উঠেছে তাঁর সংস্থার বিরুদ্ধে। ‘পক্ষপাতদুষ্ট, রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত’ বলে তোপ দেগেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট।

গুগলের সিইও সুন্দর পিচাই। ছবি- সংগৃহীত।

গুগলের সিইও সুন্দর পিচাই। ছবি- সংগৃহীত।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ০৪:০৭
Share: Save:

গ্রাহকের ব্যক্তিপরিসরে নাক গলানোর অভিযোগ মাঝেমধ্যেই উঠেছে তাঁর সংস্থার বিরুদ্ধে। ‘পক্ষপাতদুষ্ট, রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত’ বলে তোপ দেগেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। চিনে তাঁদের ব্যবসার বিষয়েও প্রশ্ন রয়েছে রিপাবলিকানদের। এই সব নিয়েই মার্কিন পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের বিচার বিভাগীয় কমিটির প্রশ্নের মুখোমুখি হতে রাজি হলেন গুগলের চিফ এগজ়িকিউটিভ সুন্দর পিচাই। মার্কিন সংবাদমাধ্যমের দাবি, নভেম্বরে তিনি কংগ্রেসে হাজিরা দেবেন বলে শুক্রবার রিপাবলিকান এমপি-দের সঙ্গে এক বৈঠকে আশ্বাস দিয়েছেন পিচাই।

রিপাবলিকান সেনেটর কেভিন ম্যাকার্থি ওই সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘বড় সংস্থাগুলির ব্যবসা বাড়লেও যথেষ্ট স্বচ্ছতা দেখা যাচ্ছে না। এতে উপভোক্তাদেরও ক্ষতি।’’ সম্প্রতি খবর ছড়ায়, চিনের ক্ষেত্রে সার্চ ইঞ্জিনে সংবেদনশীল প্রশ্নগুলি

আটকে দেওয়ার পথে হাঁটছে গুগল। যেমন, ‘গণতন্ত্র’, ‘মুক্ত চিন্তা’ ‘মানবাধিকার’ ইত্যাদি। এ নিয়ে টুইটারেও প্রশ্ন তুলেছিলেন ম্যাকার্থি। এক বিবৃতিতে পিচাই বলেছেন, ‘‘আমরা দু’ভাবেই (পার্লামেন্ট) সদস্যদের সঙ্গে কথা বলব। এক দিকে প্রশ্নের উত্তর দেব। অন্য দিকে বোঝাব, কী ভাবে লক্ষ লক্ষ মার্কিন উপভোক্তাকে আমরা পরিষেবা দিয়ে চলেছি।’’

শুক্রবার হোয়াইট হাউসে গিয়ে মার্কিন প্রেসিডেন্টের অন্যতম উপদেষ্টা ল্যারি কুডলোর সঙ্গে বৈঠক করেন আইআইটি খড়্গপুরের প্রাক্তনী গুগল-কর্তা। হোয়াইট হাউস সূত্রের দাবি, অদূর ভবিষ্যতে ট্রাম্পের সঙ্গে তথ্যপ্রযুক্তি কর্তাদের সঙ্গে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে পিচাইকে। সাড়া দিয়েছেন তিনি।

গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগে এর আগে মার্কিন সেনেট কমিটির জেরার মুখে পড়তে হয়েছিল ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জ়াকারবার্গকে। প্রেসিডেন্ট নির্বাচনে নাক গলানো নিয়ে চলতি মাসের গোড়ায় সেনেটের তলব সত্ত্বেও হাজির হননি গুগলের কোনও কর্তা। সে বার গুগলের নামে ফাঁকা চেয়ার দেন ক্ষুব্ধ সেনেটরেরা।

ট্রাম্পের অভিযোগ, সার্চ রেজাল্টে কারিকুরি করে গুগল। সম্প্রতি গুগলে ‘ইডিয়ট’ লিখে সার্চ দিলে বেরোচ্ছিল ট্রাম্পের ছবি। তার পরে একটি রিপোর্টে প্রকাশ্যে আসে, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে অভিবাসী কর্মীদের সান্ত্বনা দিয়েছেন পিচাই ও অন্য কর্তারা। ফলে আগাগোড়াই খাপ্পা মার্কিন প্রেসিডেন্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE