Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পাক বিমানবন্দরে হানা, নিহত ২ ইঞ্জিনিয়ার

আবার হামলা। এ বার পাকিস্তানের বিমানবন্দরে। নিহত দুই ইঞ্জিনিয়ার। ১২ জন সশস্ত্র জঙ্গি মোটরবাইকে চড়ে রবিবার ভোররাতে হানা দেয় গদর জেলার জিওয়ানি বিমানবন্দরে। ২০ বছর ধরে ব্যবহার হয়নি এই বিমানবন্দর।

সংবাদ সংস্থা
করাচি শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৫ ০১:৩০
Share: Save:

আবার হামলা। এ বার পাকিস্তানের বিমানবন্দরে। নিহত দুই ইঞ্জিনিয়ার।

১২ জন সশস্ত্র জঙ্গি মোটরবাইকে চড়ে রবিবার ভোররাতে হানা দেয় গদর জেলার জিওয়ানি বিমানবন্দরে। ২০ বছর ধরে ব্যবহার হয়নি এই বিমানবন্দর। আততায়ীরা ঢুকেই আগে রেডার নষ্ট করে দেয়। এক জনকে অপহরণ করা হয়েছিল। পরে তার মৃতদেহও উদ্ধার হয়। আরও এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের দেহ শনাক্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, তখন বিমানবন্দরে বেশি লোক ছিল না। তবে বিমানবন্দরে উপস্থিত সাধারণ লোকজনকে কোনও রকম আঘাত করা হয়নি। তাই আততায়ীরা কোনও রকম বাধা না পেয়ে বাইকে চড়েই ফিরে যায়।

বিমানবন্দরটি পাকিস্তান-ইরান উপকূল সীমান্তে একটি গুরুত্বপূর্ণ স্থানে। চিন এই বন্দরে বিশাল বিনিয়োগও করেছে। তবে এ ঘটনার দায়ভার এখনও পর্যন্ত কেউ নেয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE