Advertisement
১৯ এপ্রিল ২০২৪
International News

হাফিজকে ‘আমেরিকার ডার্লিং’ বলে মামলার মুখে পাক বিদেশমন্ত্রী

গত মঙ্গলবার নিউইয়র্কে এশিয়া সোসাইটি ফোরামে পাক বিদেশমন্ত্রী বলেন, ‘‘এ কথা স্বীকার করছি, হাফিজ সইদ, হাক্কানি আর লস্কর-ই-তৈবা আমাদের বোঝা হয়ে উঠেছে। কিন্তু ওদের হাত থেকে রেহাই পাওয়ার পর্য়াপ্ত রসদ আমাদের হাতে নেই।’’

হাফিজ সইদ।- ফাইল চিত্র।

হাফিজ সইদ।- ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
লাহৌর শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৭ ১৪:১১
Share: Save:

এক সময় আমেরিকার ডার্লিং ছিলেন সন্ত্রাসবাদী সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রধান কট্টর জঙ্গি হাফিজ সইদ। মার্কিনদের সঙ্গেই হাফিজ মদ্যপান করতে ভালবাসতেন। ওঠবোস করতেন শুধুই আমেরিকার সঙ্গে। এ কথা বলেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী খাওয়াজা আসিফ। আর তাতে বেজায় চটে গিয়েছেন মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদ। ওই মন্তব্যে তাঁর মানহানি হয়েছে, এই অভিযোগে বিদেশমন্ত্রী আসিফকে উকিলের চিঠি পাঠিয়েছেন হাফিজ। মানহানির জন্য পাক বিদেশমন্ত্রীর কাছে ১০ কোটি পাকিস্তানি রুপি।

গত মঙ্গলবার নিউইয়র্কে এশিয়া সোসাইটি ফোরামে পাক বিদেশমন্ত্রী বলেন, ‘‘এ কথা স্বীকার করছি, হাফিজ সইদ, হাক্কানি আর লস্কর-ই-তৈবা আমাদের বোঝা হয়ে উঠেছে। কিন্তু ওদের হাত থেকে রেহাই পাওয়ার পর্য়াপ্ত রসদ আমাদের হাতে নেই।’’

আরও পড়ুন- ধনুক বিকল, হাতেই তির ছুড়ে রাবণ দহন করলেন মোদী

আরও পড়ুন- ৩০ বছর সেনায়, আজ ভারতীয় কিনা প্রমাণ দিতে হচ্ছে

এর পরেই পাক বিদেশমন্ত্রী বলেন, ২০/৩০ বছর আগে এই হাফিজ সইদই আমেরিকার সঙ্গে ওঠবোস করতেন। মার্কিনদের সঙ্গে মদ্যপান করতেন, ডিনার করতেন। তখন তো আমেরিকার সঙ্গে খুবই দহরম মহরম ছিল হাফিজের।

আর এতেই তাঁর মানহানি হয়েছে বলে অভিযোগ হাফিজের আইনজীবী এ কে ডোগারের। আইনজীবী ডোগার বলেছেন, ‘‘সইদ একজন ধর্মপ্রাণ মুসলিম। নীতিনিষ্ঠ হিসেবেই তিনি সর্বত্র মর্যাদা পান। হাফিজ কখনওই হোয়াইট হাউসের ঘনিষ্ঠ ছিলেন না। মার্কিনদের সঙ্গেও তিনি কোনও দিন ওঠবোস করতেন না। করতেন না মদ্যপানও। পাক বিদেশমন্ত্রী হাফিজ সইদের নামে এ কথা বলেছেন জেনে আমি মর্মাহত। এটা কুরুচিকর মন্তব্য।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE