Advertisement
২০ এপ্রিল ২০২৪

ভারতে বিনিয়োগের এটাই সেরা সময়: প্রধানমন্ত্রী

চার দিনের বিদেশ সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার বিশ্বের অন্যতম বড় কোম্পানিগুলির প্রধানদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের ভারতে বিনিয়োগ করার আহ্বান জানানোর পাশাপাশি বিশ্ব দরবারে ব্র্যান্ড ইন্ডিয়াকেও সামনে আনার কাজটি সেরে রাখলেন প্রধানমন্ত্রী।

নিউ ইয়র্কে বৈঠকের পর প্রধানমন্ত্রী। ছবি: পিটিআই।

নিউ ইয়র্কে বৈঠকের পর প্রধানমন্ত্রী। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১২:৪৪
Share: Save:

চার দিনের বিদেশ সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার বিশ্বের অন্যতম বড় কোম্পানিগুলির প্রধানদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের ভারতে বিনিয়োগ করার আহ্বান জানানোর পাশাপাশি বিশ্ব দরবারে ব্র্যান্ড ইন্ডিয়াকেও সামনে আনার কাজটি সেরে রাখলেন প্রধানমন্ত্রী। বোঝালেন, ভারতে বিনিয়োগের এটাই সেরা সময়।

প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজে এ দিন উপস্থিত ছিলেন জেপি মর্গ্যান এবং ব্ল্যাকস্টোনের মতো বিভিন্ন অর্থনৈতিক সংস্থার কর্তারা। ভারতে লগ্নিতে কী ধরনের সমস্যা হচ্ছে তা ওই সংস্থাগুলির কাছে জানতে চান মোদী।

ভারতে বিনিয়োগের ক্ষেত্রে কোনও রকম বাধার মুখোমুখি হতে না হয় কোম্পানিগুলিকে, তা নজর রাখা হবে বলে এ দিন আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। যোগাযোগ ব্যবস্থা এবং পরিকাঠামোর উন্নতি বিষয়েও আলোচনা করেন তিনি। মোদী তাঁদের বলেন, ‘‘ভারতে বিনিয়োগ করার এটাই সেরা সময়। বিদেশি কোম্পানিগুলিকে স্বাগত জানানোর জন্য দু’হাত বাড়িয়ে রয়েছি আমরা।’’ এ দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কথা বলেছেন মোদী। সব মিলিয়ে মোদী ‘ব্রান্ড ইন্ডিয়া’-কে প্রমোট করার জন্য যে আঁটঘাট বেঁধে নেমেছেন তা পরিষ্কার।

বৈঠক শেষে তিনি আইবিএম, পেপসিকো-সহ আমেরিকার প্রথম সারির কোম্পানির সিইওদের সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করেন। রান্নার মেনু ছিল তাক লাগার মতোই। রান্নাও করা হয়েছিল মোদীর কথা মাথায় রেখেই। এ দিন স্পেশাল মেনু ছিল ইতালির রাভিওলি। যা গুজরাতের খান্দভির সঙ্গে বানানো হয়েছিল। এ ছাড়াও ছিল পোহা, থান্ডাই, খেজুর, নন-অ্যালকোহলিক পাণীয় এবং সব শেষে মিষ্টি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE