Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মালিতে জঙ্গি হানা, ২০ ভারতীয়-সহ পণবন্দি ১৭০, হত ২৭

প্যারিসের পর এ বার জঙ্গিদের টার্গেট মালি। হানাদারি হোটেলে। দীর্ঘ সময় ধরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে অবশেষে পরিস্থিতি আয়ত্তে আনল পুলিশ।

হানাদারির পর র‌্যাডিসন হোটেলের বাইরে। মালির বামাকোয়।

হানাদারির পর র‌্যাডিসন হোটেলের বাইরে। মালির বামাকোয়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৫ ১৫:৩৩
Share: Save:

প্যারিসের পর এ বার জঙ্গিদের টার্গেট মালি। হানাদারি হোটেলে। দীর্ঘ সময় ধরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে অবশেষে পরিস্থিতি আয়ত্তে আনল পুলিশ।

মালির রাজধানী বামাকোয় র‌্যাডিসন হোটেল দখল করল জঙ্গিরা। হোটেলের ভেতরে ঢুকে পড়ে ২০ জন ভারতীয়-সহ ১৭০ জন আবাসিককে পণবন্দি করে জঙ্গিরা। তাদের গুলিতে ২৭ জন পণবন্দির মৃত্যু হয়েছে বলে একটি সূত্রের খবর। ৩০ জন কর্মী ছাড়াও ওই হোটেলে ১৪০ জন আবাসিক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

বাইরে থেকে গুলি চালাতে চালাতে ওই হোটেলে ঢুকে পড়ে জঙ্গিরা। হোটেলের নিরাপত্তারক্ষীরা বাধা দিয়েও তাদের রুখতে পারেনি।

মালির রাজধানী বামাকোয় যেখানে বিভিন্ন মন্ত্রকের দফতর ও কূটনীতিকদের আবাসন রয়েছে, তার খুব কাছেই সিটি সেন্টারের পশ্চিমে র‌্যাডিসন ব্লু হোটেলের চার পাশটা পুলিশ ঘিরে ফেললেও, জঙ্গিরা হোটেলের ভেতরেই ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mali militants hotel attack gunmen
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE