Advertisement
১৯ এপ্রিল ২০২৪
International News

সেন্ট পিটার্সবার্গ মেট্রোতে জোড়া বিস্ফোরণ, নিহত অন্তত ১০, আহত ৫০

জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল সেন্ট পিটার্সবার্গ সেনায়া প্লসচার মেট্রো স্টেশন। সোমবার এই বিস্ফোরণে মৃত্যু হয় ১০ জনের। আহত ৫০ জনেরও বেশি।

বিস্ফোরণের পর আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

বিস্ফোরণের পর আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ১৮:২৬
Share: Save:

জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল সেন্ট পিটার্সবার্গ সেনায়া প্লসচার মেট্রো স্টেশন। সোমবার এই বিস্ফোরণে মৃত্যু হয় ১০ জনের। আহত ৫০ জনেরও বেশি।

পুলিশ সূত্রে খবর, ট্রেনটি সেনায়া স্টেশন ছেড়ে টেকনোলজিস্কি স্টেশনের দিকে রওনা হওয়ার সময়ই পর পর দুটো বিস্ফোরণ হয়। বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে ট্রেনের কামরার দরজা ভেঙে বাইরে ছিটকে পড়েন বেশ কিছু যাত্রী। ঘটনাস্থলে কারও মৃত্যু হয়, কেউ আবার গুরুতর জখম হন।

আরও পড়ুন: সোমালিয়া উপকূলের কাছে জলদস্যুদের হাতে অপহৃত ইন্ডিয়ান অয়েলের জাহাজ


আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: রয়টার্স।

সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি তা হল, এই বিস্ফোরণের ঠিক কয়েক ঘণ্টা আগেই সেন্ট পিটার্সবার্গে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিস্ফোরণের খবর পেয়েই স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন তিনি। মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান পুতিন। এ দিনের বিস্ফোরণ প্রসঙ্গে তিনি বলেন, “বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয়। তবে এটা কোনও দুষ্কৃতী বা সন্ত্রাসবাদীর কাজ হতে পারে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bomb Explosion St. Petersburg Russia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE