Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Donald Trump

‘বাইডেন জিতলে চিনই চালাবে দেশ’

ই-মেলের মাধ্যমে ভোট হলে তাতে চিন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়ার মতো দেশের হস্তক্ষেপ করতে সুবিধে হবে বলে অভিযোগ করেছেন ট্রাম্প।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২০ ০৫:০৩
Share: Save:

এ বার নিজের ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও চিনের কমিউনিস্ট সরকারকে একসঙ্গে নিশানা করলেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেনকে ‘ঘুমন্ত’ আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, ‘‘ঘুমন্ত বাইডেনের কাছে আমাকে হারাতে চায় চিন। বাইডেন জিতলে আমেরিকাকে আসলে বেজিংই নিয়ন্ত্রণ করবে।’’

ই-মেলের মাধ্যমে ভোট হলে তাতে চিন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়ার মতো দেশের হস্তক্ষেপ করতে সুবিধে হবে বলে অভিযোগ করেছেন ট্রাম্প। নির্বাচনে কারচুপির আশঙ্কাও লুকিয়ে রাখেননি। তাঁর সাফ কথা, জো বাইডেন প্রেসিডেন্ট হলে গোটা আমেরিকাকে নিয়ন্ত্রণ করা চিনের কাছে খুবই সহজ হবে। আর বেজিং সেটাই করতে চায় সব সময়। ট্রাম্প বলেছেন, ‘‘প্রেসিডেন্টের গদিতে কোনও ডেমোক্র্যাট বসলে, দেশটা শাসন করবে চিন-ই।’’ একই ভাবে ইরান সরকারকেও এক হাত নিয়েছেন প্রেসিডেন্ট। বলেছেন, ‘‘ইরানও চায় যাতে বাইডেন জয়ী হয়।’’ তবে ট্রাম্পের বক্তব্য, তিনি জিতে ফের ক্ষমতায় এলে তেহরানের সঙ্গে দ্রুত চুক্তি করবেন। ‘‘আমি ফিরলে ইরানের সঙ্গে চুক্তির কাজটা দ্রুত সেরে ফেলব। উত্তর কোরিয়ার সঙ্গেও তাড়াতাড়ি চুক্তি করে ফেলব। আমি ২০১৬ সালে জিতে না-এলে এত দিনে আমাদের দেশের সঙ্গে উত্তর কোরিয়ার যুদ্ধ বেধে যেত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Donald Trump Joe Biden China US
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE