Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মুম্বই হানায় জঙ্গিরাই, মানছেন ইমরান

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে হামলা চালায় ১০ জন লস্কর জঙ্গি। ভারতের অভিযোগ, এই ঘটনার মূল চক্রী হাফিজ মহম্মদ সইদ, জাকিউর রহমান লকভির মতো লস্কর নেতারা। বহু বার তাদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত।

ইমরান খান

ইমরান খান

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮ ০৪:৪০
Share: Save:

পাকিস্তানের স্বার্থেই মুম্বইয়ে হামলার ঘটনা নিয়ে মামলার দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত বলে মনে করেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর বক্তব্য, ‘‘ওই ঘটনা জঙ্গি হামলা। আমরাও চাই মুম্বইয়ে হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক।’’

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে হামলা চালায় ১০ জন লস্কর জঙ্গি। ভারতের অভিযোগ, এই ঘটনার মূল চক্রী হাফিজ মহম্মদ সইদ, জাকিউর রহমান লকভির মতো লস্কর নেতারা। বহু বার তাদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত। কিন্তু পাকিস্তান লস্কর নেতাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করেনি বলে দাবি দিল্লির। লস্কর নেতাদের বিরুদ্ধে মামলা চললেও তারা সে দেশে অবাধেই ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি রাজনৈতিক দল গড়ে পাকিস্তানের সাধারণ নির্বাচনেও লড়েছে সইদ। ওই হামলার বার্ষিকীতে ফের এই প্রসঙ্গে পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত।

গত কাল এক সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘‘আমাদের প্রশাসনকে মুম্বই হামলার মামলা সম্পর্কে খোঁজ নেওয়ার নির্দেশ দিয়েছি। মুম্বইয়ে জঙ্গিরা হামলা করেছিল। তাই পাকিস্তানের স্বার্থেই ওই মামলার দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত। আমরাও চাই মুম্বইয়ে হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক।’’

ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়তের বক্তব্য, ‘‘কেউ ঘটনার দায় স্বীকার করলে ভাল। তবে আমরা জানি ওই ঘটনার পিছনে কাদের মদত ছিল। গোটা বিশ্বও সে কথা জানে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

26 11 Mumbai Attack Terrorist Imran Khan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE