Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Pakistan

‘পাল্টি খাওয়াই রাজনীতির অঙ্গ’, নিজেকে হিটলারের সঙ্গে তুলনা করলেন ইমরান

তাঁর মন্তব্য, ‘‘সময়মতো ‘ইউ টার্ন’ বা পাল্টি না খাওয়ার জন্যই বিপুল পরাজয় আর ক্ষতির মুখোমুখি হয়েছিলেন হিটলার এবং নেপোলিয়ন। পাল্টি খেলে এই হারের মুখোমুখি তাঁরা হতেন না।’’

বেজিং-এ চিনা সেনার অভিবাদন নিচ্ছেন ইমরান। ছবি: এএফপি।

বেজিং-এ চিনা সেনার অভিবাদন নিচ্ছেন ইমরান। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ১৪:৫১
Share: Save:

রাজনীতিতে ‘ইউ টার্ন’ অর্থাৎ পাল্টি খাওয়াই দস্তুর। সময় মতো পাল্টি না খাওয়ার জন্যই হিটলার ও নেপোলিয়নকে যুদ্ধ হারতে হয়েছিল। এ ভাবেই নিজেকে নাৎসি নেতা হিটলারের থেকেও স্মার্ট বলে বিতর্কে জড়ালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এমনটাই জানাচ্ছে পাক সংবাদ মাধ্যম জিও নিউজ।

গত বেশ কিছু দিন ধরেই নীতির প্রশ্নে বিভিন্ন জায়গায় আপোস করার জন্য ঘরে বাইরে সমালোচনার মুখে পড়ছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান। যে সব প্রতিশ্রুতি দিয়ে তিনি নির্বাচনে জিতেছিলেন, আর ক্ষমতায় আসার পর তিনি যা করছেন, তার মধ্যে মিলের চেয়ে অমিলই বেশি।

কখনও ধর্মীয় মৌলবাদীদের দাবি মেনে নেওয়া, কখনও সন্ত্রাসে মদত দেওয়া, কখনও ঋণের ভিক্ষা পাত্র নিয়ে সউদি আরব বা আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের দরজার সামনে দাঁড়ানো, বাদ নেই কিছুই। অথচ, নির্বাচনের আগে ঠিক উল্টো কথাই বলতেন ইমরান।

আরও পড়ুন: ঋণের ফাঁদে ইসলামাবাদ, বন্ধুত্বের মুখোশে পাকিস্তানে লুঠ চালাচ্ছে চিন?

এই ইউ টার্ন বা পাল্টি খাওয়া নিয়েই তাঁকে শুক্রবার প্রশ্ন করেন সাংবাদিকেরা। সেখানেই বেফাঁস মন্তব্য করে বসেন ইমরান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘পরিস্থিতি অনুযায়ী পাল্টি খেতেই হয়, এটাই রাজনীতি। যে পাল্টি খেতে পারে না, সে কোনও নেতাই নয়।’’ এমনটাই জানাচ্ছে পাক সংবাদ মাধ্যম জিও নিউজ।

অবশ্য এখানেই থেমে থাকেননি ইমরান খান। তাঁর মন্তব্য, ‘‘সময়মতো ‘ইউ টার্ন’ বা পাল্টি না খাওয়ার জন্যই বিপুল পরাজয় আর ক্ষতির মুখোমুখি হয়েছিলেন হিটলার এবং নেপোলিয়ন। পাল্টি খেলে এই হারের মুখোমুখি তাঁরা হতেন না।’’

আরও পড়ুন: দরকার নেই কাশ্মীর, দেশের চারটি প্রদেশ সামলাক পাকিস্তান: আফ্রিদি

এই মন্তব্যের পরই দেশজোড়া সমালোচনা আর বিদ্রুপের মুখোমুখি হয়েছেন পাক প্রধানমন্ত্রী। পাকিস্তানের একটি সংবাদপত্রের সম্পাদকীয়তে প্রাবন্ধিক নাদিম ফারুক লিখেছেন, ‘‘ একদম ঠিক আছে। আমার মনে হচ্ছে এই বক্তব্য নিয়েও এবার ‘ইউ টার্ন’ নেবেন ইমরান খান। এটাই ওঁর স্বভাবসিদ্ধ ক্লাসিক স্টাইল।’’

(আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক বিরোধ, আন্তর্জাতিক সংঘর্ষ- সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর জানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pakistan Imran Khan Hitler
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE