Advertisement
২৩ এপ্রিল ২০২৪

কূটনীতির পিচে ইমরানকে ব্যাট

ভাবী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আজই ইমরানের সঙ্গে দেখা করেন পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়া। তাঁর হাতে ভারতীয় ক্রিকেটারদের সই করা একটি ব্যাট উপহার দিয়ে বিসারিয়া জানান, আগামী দিনে ভারত-পাকিস্তান সম্পর্কে আরও উন্নতি চাইছে নয়াদিল্লি। ২৫ জুলাইয়ের ভোটে পাকিস্তানের একক বৃহত্তম দল হিসেবে উঠে আসা পিটিআই নেতাকে শুভেচ্ছা জানিয়ে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। 

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৮ ০৩:২০
Share: Save:

স্বাধীনতা দিবসের আগে আর সম্ভব হল না। ১১ অগস্টের কথা ইমরান খান নিজেই ঘোষণা করেছিলেন। কিন্তু আজ তাঁর দল পিটিআই জানিয়ে দিল, ১৮ তারিখ পাক প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তিনি।

ভাবী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আজই ইমরানের সঙ্গে দেখা করেন পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়া। তাঁর হাতে ভারতীয় ক্রিকেটারদের সই করা একটি ব্যাট উপহার দিয়ে বিসারিয়া জানান, আগামী দিনে ভারত-পাকিস্তান সম্পর্কে আরও উন্নতি চাইছে নয়াদিল্লি। ২৫ জুলাইয়ের ভোটে পাকিস্তানের একক বৃহত্তম দল হিসেবে উঠে আসা পিটিআই নেতাকে শুভেচ্ছা জানিয়ে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

সব মিলিয়ে ইমরানের নয়া ইনিংসের প্রস্তুতি এখন জোরকদমে। তখ্‌তে ওঠার আগে শেষবেলায় তাই ক্ষমাও চেয়ে নিলেন ইমরান। টিভি ক্যামেরার সামনে খুল্লমখুল্লা ভোট দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এ নিয়ে ৩০ জুলাই ইমরানের জবাব চেয়েছিল পাক নির্বাচন কমিশন। দশ দিন পরে আজ বিষয়টিকে ‘নির্বাচনী বিধিভঙ্গ’ মেনে নিয়েই লিখিত ভাবে ক্ষমা চাইলেন ইমরান।

কূটনীতিকদের একাংশ বলছেন, প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার আগে কোনও রকম কালিমা গায়ে রাখতে চাইছেন না ইমরান। কিন্তু ভোটে তাদের প্রাপ্ত আসন তো ১১৬! এ দিয়ে সরকার গড়া যাবে? পিটিআই মুখপাত্র ফওয়াদ চৌধরির দাবি, ন্যাশনাল অ্যাসেম্বলির ১৮০ জনের সমর্থন জোটানো ইমরান প্রথম রাউন্ডের ভোটেই সরকার গড়ার ছাড়পত্র পেয়ে যাবেন। ১৩ তারিখ থেকে ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন ডেকেছেন প্রেসিডেন্ট মামনুন হোসেন। ১৮ তারিখ শপথ ইমরান ও তাঁর মন্ত্রিসভার। আজ টুইটারে এই নয়া তারিখ ঘোষণা করেছেন পিটিআই নেতা তথা পাক সেনেটর ফয়জ়ল জাভেদ খান। ইমরানের বাইশ গজের বন্ধু সুনীল গাওস্কর, কপিল দেব এবং নভজ্যোৎ সিংহ সিধুকে যে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, তা-ও এ দিন ফের নিশ্চিত করেন তিনি। সংবাদমাধ্যমে প্রথম এই খবর প্রকাশের পরেই গাওস্কররা জানিয়েছিলেন, প্রয়োজনে তাঁরা ভারতীয় বিদেশমন্ত্রকের সম্মতি-পরামর্শ নেবেন। কিন্তু মন্ত্রক বলছে, এখনও পর্যন্ত কোনও ভারতীয়ই তাদের কাছে এই সংক্রান্ত কোনও আর্জি পেশ করেননি। তা ছাড়া চলতি ভারত-ইংল্যান্ড সিরিজ় নিয়ে ব্যস্ত থাকার কথাও আগে জানিয়েছিলেন গাওস্কর।

বন্ধুরা অনিশ্চিত। ভারতের পাঠানো শুভেচ্ছা-ব্যাটেই স্ট্রাইক নিতে চলেছেন অল-রাউন্ডার ইমরান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Imran Khan PTI Oath Taking Ceremony Pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE