Advertisement
১৮ এপ্রিল ২০২৪

নববর্ষের দিন শিশুর জন্মে চিনকে ছাপিয়ে গেল ভারত

বছরের প্রথম দিনেই রেকর্ড গড়ল ভারতীয় উপমহাদেশ!

সংবাদ সংস্থা
রাষ্ট্রপুঞ্জ শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২০ ০৩:৩৬
Share: Save:

বছরের প্রথম দিনেই রেকর্ড গড়ল ভারতীয় উপমহাদেশ!

ইউনিসেফের তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম দিনে বিশ্বে ৩ লক্ষ ৯২ হাজার ৭৮টি শিশুর জন্ম হয়েছে। এর মধ্যে ৬৭ হাজার ৩৮৫টি শিশুই জন্মেছে ভারতে। তাতেই এক দিনে ‘জনসংখ্যা বৃদ্ধিতে’ প্রথম স্থান দখল করল ভারত। চিনও পিছিয়ে, বেশ অনেকটাই। সংখ্যাটা ৪৬,২৯৯।

ইউনিসেফের এক কর্ত্রী হেনরিয়েটা ফোর বলেন, ‘‘নতুন বছরের শুরু এবং একটি নতুন দশকের শুরু আমাদের প্রত্যাশাকে বাস্তবায়িত করার সুযোগ। শুধুমাত্র আমাদের ভবিষ্যতের জন্য নয়, বরং আমাদের পরে যারা পৃথিবীতে থাকবে, তাদের জন্য। প্রতি বার ক্যালেন্ডারের পাতায় জানুয়ারি এলে আমাদের মনে করিয়ে দেয়, নতুন সম্ভাবনার কথা। একটা সুযোগ পেলে একটি শিশুপুত্র বা একটি শিশুকন্যার অনেক কিছু করে দেখাতে পারে।’’

নতুন বছরে প্রথম দিনে প্রথম শিশুটি সম্ভবত জন্মগ্রহণ করেছে প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজিতেই আর দিনের শেষ শিশুটির জন্ম আমেরিকায়। বিশ্বের অর্ধেক শিশুর জন্ম হয়েছে আটটি দেশে— ভারত (৬৭,৩৮৫), চিন (৪৬,২৯৯), নাইজেরিয়া (২৬,০৩৯), পাকিস্তান (১৬,৭৮৭), ইন্দোনেশিয়া (১৩,০২০), আমেরিকা (১০,৪৫২), কঙ্গো (১০, ২৪৭) এবং ইথিয়োপিয়া (৮,৪৯৩)।

প্রতি বছরই নববর্ষের দিন যারা জন্মায়, তাদের জন্মদিনটাকে উদ্‌যাপন করে থাকে ইউনিসেফ। কিন্তু জন্মদিন সবার জন্য শুভ হয় না। ২০১৮ সালে জন্ম নেওয়া অন্তত ২৫ লক্ষ শিশু এক মাসের মধ্যে মারা গিয়েছিল। এদের মধ্যে বেশির ভাগই মারা গিয়েছিল অপরিণত অবস্থায় জন্মানোর জন্য। কেউ কেউ জন্ম নিতে গিয়েই মারা গিয়েছিল। অনেকের আবার সংক্রমণ হয়েছিল। এ ছাড়াও প্রতি বছর ২৫ লক্ষেরও বেশি শিশু মৃত প্রসব হয়। ইউনিসেফ অবশ্য জানিয়েছে, গত তিন দশকে, সদ্যোজাত শিশু মৃত্যুর হার অনেকটাই কমেছে। উল্লেখযোগ্য বদল ঘটেছে পাঁচ বছর পর্যন্ত শিশুর বাঁচার সম্ভাবনাতেও। তবে সদ্যোজাত শিশুর মৃত্যু রোখায় তেমন কোনও পরিবর্তন আসেনি। ২০১৮ সালের পরিসংখ্যানে দেখা গিয়েছে, শিশুমৃত্যুর ঘটনার ৪৭ শতাংশেরই এক মাসের মধ্যে মৃত্যু হয়েছে। রাষ্ট্রপুঞ্জের সমীক্ষা অনুযায়ী, ২০১৯ সাল থেকে ২০৫০ সাল— এই তিরিশ বছরে অন্তত ২৭ কোটি ৩০ লক্ষ জনসংখ্যা যোগ করবে ভারত। নাইজিরিয়া জনসংখ্যা বাড়াবে ২০ কোটি। ভারত ও নাইজিরিয়া মিলিয়েই ২০৫০ সালের মধ্যে ২৩ শতাংশ জনসংখ্যা বাড়াবে।

এই মুহূর্তে জনসংখ্যার নিরিখে চিন প্রথম, ১৪৩ কোটি। তার পরেই দ্বিতীয় স্থানে ভারত, ১৩৭ কোটি। বিশ্বের মোট জনসংখ্যার ১৯ শতাংশের বাস চিনে এবং ১৮ শতাংশের বাস ভারতে। প্রথম-দ্বিতীয়ের এই ছবি দীর্ঘদিনের। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই শতকের শেষে গিয়ে হিসেব উল্টে যাবে। ভারতই জনসংখ্যার নিরিখে প্রথম হবে। অন্তত ১৫০ কোটি জনসংখ্যা দাঁড়াবে ভারতের। চিন থাকবে দ্বিতীয় স্থানে, ১১০ কোটির কিছু কম। নাইজিরিয়া ৭৩ কোটি ৩০ লক্ষে এবং আমেরিকা ৪৩ কোটি ৪০ লক্ষে। এবং ৪০ কোটি ৩০ লক্ষ বাসিন্দাকে নিয়ে পঞ্চম স্থানে থাকবে পাকিস্তান।

শিশু জন্মের হার

ভারত ৬৭,৩৮৫
চিন ৪৬,২৯৯
নাইজেরিয়া ২৬,০৩৯
পাকিস্তান ১৬,৭৮৭
ইন্দোনেশিয়া ১৩,০২০
আমেরিকা ১০,৪৫২
কঙ্গো ১০,২৪৭

ইথিয়োপিয়া ৮,৪৯৩
সারা বিশ্বে ৩,৯২,০৭৮

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

China Child Birth
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE