Advertisement
১৭ এপ্রিল ২০২৪
International News

'আপনার স্বাধীনতা দিবস কবে?' টুইটারে খোঁচার সপাটে জবাব সানিয়া মির্জার

টুইটারে সানিয়াকে লক্ষ্য করে প্রথম খোঁচাটা আসে মঙ্গলবার, ১৪ অগস্ট। যে উগ্রবাদীর কাছ থেকে সেই খোঁচাটা আসে, টুইটার অ্যাকাউন্টে তাঁর পরিচিতি হিসেবে দেওয়া রয়েছে, তিনি এক জন ‘প্রাউড ইন্ডিয়ান, প্রাউড হিন্দু’।

সানিয়া মির্জা।

সানিয়া মির্জা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৮ ১২:৪৩
Share: Save:

পাকিস্তানিকে বিয়ে করেছেন। তাই এর আগেও উগ্রবাদীদের টিকা-টিপ্পনি তাঁকে সইতে হয়েছে। কখনও তার জবাব দিয়েছেন। আবার কখনও তা অবজ্ঞা করেছেন। মুখ খোলেননি।

এ বার স্বাধীনতা দিবসে টুইটারে উগ্রবাদীরা ফের খোঁচা দিল সানিয়া মির্জাকে। তাঁর স্বাধীনতা দিবস কোনটা, ১৪ নাকি ১৫ অগস্ট, তা নিয়ে আগ বাড়িয়ে উগ্রবাদীরা খোঁচা দিল সানিয়াকে। টুইটারে। সানিয়া এ বার আর চুপ না থেকে টেনিসে তাঁর প্রিয় শট ‘ফোরহ্যান্ড’-এই জবাব দিলেন সেই উগ্রবাদীকে।

টুইটারে সানিয়াকে লক্ষ্য করে প্রথম খোঁচাটা আসে মঙ্গলবার, ১৪ অগস্ট। যে উগ্রবাদীর কাছ থেকে সেই খোঁচাটা আসে, টুইটার অ্যাকাউন্টে তাঁর পরিচিতি হিসেবে দেওয়া রয়েছে, তিনি এক জন ‘প্রাউড ইন্ডিয়ান, প্রাউড হিন্দু’। তিনি টুইটে সানিয়াকে লেখেন, ‘‘শুভ স্বাধীনতা দিবস!!! আপনার স্বাধীনতা দিবস আজকের দিনেই তো?’’

ওই টুইট পেয়ে চুপ করে থাকেননি সানিয়া। প্রায় সঙ্গে সঙ্গেই জবাব দেন, ‘‘মোটেই না... আমার আর আমার দেশের স্বাধীনতা দিবস আগামী কাল (বুধবার, ১৫ অগস্ট)। আর আমার স্বামী এবং তাঁর দেশের আজ!!! আশা করি, এ বার আপনার সংশয় দূর হয়েছে!! আপনার স্বাধীনতা দিবস কবে? জানতে চাইছি, কারণ, মনে হচ্ছে সেটা নিয়ে আপনার যথেষ্টই সংশয় রয়েছে...’’

এর কিছু ক্ষণ পরেই পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে টুইট করেন সানিয়া। তাতে তিনি লেখেন, ‘‘আমার পাকিস্তানি ফ্যান ও বন্ধুদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আপনাদের ভারতীয় বৌদির তরফে ভালবাসা ও শুভেচ্ছা রইল।’’

পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে টুইটারে ‘ট্রোলড’ হয়েছেন সানিয়া। শোয়েব-সানিয়ার প্রথম সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে অক্টোবরে।

আরও পড়ুন- মা হওয়ার পর অলিম্পিকের প্রস্তুতি শুরু করবেন সানিয়া​

আরও পড়ুন- মানুষ হিসেবে ঠিক কাজই করেছেন ওজ়িল: সানিয়া​

খোঁচা খাওয়ার আগে গতকাল আরও একটি টুইট করেন সানিয়া। তাতে লেখেন, ‘‘একটু ভেবে দেখুন তো...ঘৃণা না করাটা কি খুবই কঠিন কাজ? জন্মের পর থেকেই আমরা শিশুদের ভালবাসতে শেখাই। আমি মনে করি, এটাই স্বতঃপ্রণোদিত। স্বাভাবিক। ঘৃণাটা তা নয়। আমরা কবে সেই সময়টায় পৌঁছব, যখন ঘৃণাকে পুরোপুরি হারিয়ে দেবে ভালবাসা?’’

আজ নিজের দেশের স্বাধীনতা দিবসে সানিয়ার টুইট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE