Advertisement
২৫ এপ্রিল ২০২৪

নিরাপত্তা চুক্তিতে সই ভারত ও চিনের

ভবিষ্যতে কতদূর এগোবে তা এখনই স্পষ্ট নয়। কিন্তু ভারত-চিন সম্পর্কে আজ একটি নতুন পর্ব শুরু হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এবং চিনের স্টেট কাউন্সিলর তথা নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ঝাও কেঝি এই প্রথম একটি দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত চুক্তিতে সই করলেন।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ০১:১৬
Share: Save:

ভবিষ্যতে কতদূর এগোবে তা এখনই স্পষ্ট নয়। কিন্তু ভারত-চিন সম্পর্কে আজ একটি নতুন পর্ব শুরু হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এবং চিনের স্টেট কাউন্সিলর তথা নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ঝাও কেঝি এই প্রথম একটি দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত চুক্তিতে সই করলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘‘সন্ত্রাস দমন, সংগঠিত অপরাধ, মাদক চোরাচালানের মত ক্ষেত্রগুলিতে দু’দেশের মধ্যে সহযোগিতা এবং আলোচনা বাড়ানোর জন্য এই চুক্তি খুবই কার্যকরী।’’

চুক্তিতে ঠিক কী রয়েছে, তা নিয়ে বিশদে মুখ খোলেনি ভারত অথবা চিন— কোনও দেশই। স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে শুধু বলা হয়েছে, নিরাপত্তা ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর একটি বিস্তীর্ণ জায়গা রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সেই জায়গাটিকেই বিস্তৃত করা হবে। কূটনৈতিক সূত্রের খবর, চিন মায়ানমার এবং ভারতের ত্রিপাক্ষিক সীমানায় আত্মগোপন করে থাকা আলফা নেতা পরেশ বড়ুয়াকে ফেরত চেয়েছে ভারত। পাশাপাশিস জইশ নেতা মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জের জঙ্গি তালিকাভুক্ত করার বিষয়েও চাপ দেওয়া হয়েছে।

এটা ঘটনা যে, ভারত সম্পর্কে চিন নরম এবং গরম নীতি নিয়েই চলছে। আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধে ভারতের মতো একটি বৃহৎ দেশকে সঙ্গে চায় বেজিং। পাশাপাশি, ওবর-এর মতো মহাপ্রকল্পে ভারতকে সংযুক্ত করার একটা চেষ্টা শেষ পর্যন্ত চিনের তরফ থেকে করে যাওয়া হবে। সেই সঙ্গে ইসলামিক সন্ত্রাসবাদের ছায়া বেজিংয়ের উপরেও পড়ছে। সব মিলিয়ে ধাপে ধাপে ভারতের সঙ্গে নিরাপত্তা ক্ষেত্রে সমঝোতার জানলাগুলি খুলতে চাইছে বেজিং, এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। তবে তার সঙ্গে তাঁরা এটাও বলছেন যে, এক কথায় সব দিয়ে দেওয়ার পাত্র চিন নয়। এই চুক্তির মাধ্যমে এক লাফে সমস্তটাই মিলল, এমনও নয়। কিন্তু এমন একটি ‘মেকানিজ়ম’ তৈরি হল, যার মাধ্যমে ভারত তার নিরাপত্তাবিষয়ক উদ্বেগগুলি নিয়ে কথা বলতে পারবে। শীর্ষ পর্যায়ের বৈঠকের জন্য অপেক্ষা করতে হবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India China Agreement Security
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE