Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সন্ত্রাস প্রশ্নে পাকিস্তানকে বিঁধল ভারত

বিশেষ অর্থনৈতিক অঞ্চল কথাটি থেকে ধার করেই এই বিশেষ সন্ত্রাসবাদী অঞ্চল শব্দবন্ধটি ব্যবহার করেছে ভারত। বিশেষ অর্থনৈতিক অঞ্চল হল একটি বিশেষ এলাকা, যেখানকার অর্থনৈতিক উন্নতির জন্য দেশের অন্য এলাকা থেকে বেশি সুযোগ-সুবিধা দেওয়া হয়।

সংবাদ সংস্থা
রাষ্ট্রপুঞ্জ শেষ আপডেট: ১০ মার্চ ২০১৮ ০৩:০৪
Share: Save:

টেররিস্তান-এর পরে ‘বিশেষ সন্ত্রাসবাদী অঞ্চল।’ রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে বিঁধতে এই নতুন শব্দবন্ধ ব্যবহার করল ভারত।

বিশেষ অর্থনৈতিক অঞ্চল কথাটি থেকে ধার করেই এই বিশেষ সন্ত্রাসবাদী অঞ্চল শব্দবন্ধটি ব্যবহার করেছে ভারত। বিশেষ অর্থনৈতিক অঞ্চল হল একটি বিশেষ এলাকা, যেখানকার অর্থনৈতিক উন্নতির জন্য দেশের অন্য এলাকা থেকে বেশি সুযোগ-সুবিধা দেওয়া হয়। পাকিস্তানও সেই রকম জঙ্গিদের সুযোগ-সুবিধা দেয় এবং সে দেশের মাটি জঙ্গিদের স্বর্গরাজ্য— এই কথা বোঝাতেই বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে বিশেষ সন্ত্রাসবাদী অঞ্চল হিসেবে তুলে ধরেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদে ভারতের সেকেন্ড সেক্রেটারি মিনি দেবী কুমাম।

রাষ্ট্রপুঞ্জে মিনি বলেন, ‘‘পরিষদের কাছে আমাদের আর্জি, সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করার জন্য পাকিস্তানকে বলা হোক। আর পাকিস্তানের যে সব বিশেষ সন্ত্রাসবাদী অঞ্চল রয়েছে, সেগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সন্ত্রাসে আর্থিক মদত দেওয়া বন্ধ করুক ইসলামাবাদ।’’ তিনি আরও বলেন, ‘‘জম্মু-কাশ্মীরের আসল সমস্যা হল সন্ত্রাস। পাকিস্তান সেই সন্ত্রাসের মদতদাতা।’’

এই টানাপড়েনের মধ্যেই মুম্বই হামলার মূল চক্রী জঙ্গি হাফিজ সইদকে নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার বলেন, ‘‘রাষ্ট্রপুঞ্জের আইন অনুসারে পাকিস্তান হাফিজ সইদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য। কিন্তু পাকিস্তানে যে সব ঘটনা ঘটছে তার থেকে স্পষ্ট সে দেশ ওই জঙ্গিকে রাজনীতির মূলস্রোতে নিয়ে আসতে চাইছে। পাক সরকার যে তাকে বাঁচাতে চাইছে সে কথাই ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে।’’

বিদেশ মন্ত্রকের মুখপাত্রের আরও বক্তব্য, শুধু ভারতই নয়, গোটা আন্তর্জাতিক সম্প্রদায়ই মনে করে যে হাফিজের মতো সন্ত্রাসবাদীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত।

এ দিনই জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে পাকিস্তান। জখম হয়ে হাসপাতালে ভর্তি এক জওয়ান। পাক হামলার জবাব দিয়েছে ভারতও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE