Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Indian-Origin

ইসলাম বিরোধী টুইট! ট্রোলড হতে হল ভারতীয় বংশোদ্ভূত শেফকে

তিনি টুইট করে দাবি করেন, ‘‘হিন্দুরাই আসলে মুসলিম সন্ত্রাসবাদের শিকার।’’

সংবাদ সংস্থা
দুবাই শেষ আপডেট: ১২ জুন ২০১৮ ১৬:২৮
Share: Save:

দুবাইয়ের একটি হোটেলে মুখ্য শেফ হিসেবে কাজ করেন। সম্প্রতি তিনি আঙুল তুলেছিলেন প্রিয়ঙ্কা চোপড়ার ‘কোয়ান্টিকো’ এপিসোডের বিরুদ্ধে। টুইটে দাবি করেছিলেন, মুসলিমদের সন্ত্রাসের শিকার হয়েছিল হিন্দুরা। সেই টুইটের জন্য এ বার বিদ্রুপের মুখে পড়লেন অতুল কোচার নামে ভারতীয় বংশোদ্ভূত ওই শেফকে।

খালিজ টাইমসের খবর, সম্প্রতি প্রিয়ঙ্কা চোপড়া টুইট করছিলেন ‘কোয়ান্টিকো’র একটি এপিসোড প্রসঙ্গে। সেখানে তিনি হিন্দু জাতীয়তাবাদীদের ‘সন্ত্রাসবাদী’ হিসেবে উল্লেখ করেন। সেই টুইটের পর বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন অতুল। তিনি টুইট করে দাবি করেন, ‘‘হিন্দুরাই আসলে মুসলিম সন্ত্রাসবাদের শিকার।’’

সেই টুইটে রীতিমতো ট্রোলড হতে শুরু করেন অতুল। শেষ পর্যন্ত চাপে পড়ে নিজের টুইট মুছে নেন অতুল। ক্ষমা চেয়ে টুইটও করেন। গত রবিবার টুইটে অতুল লেখেন, ‘‘আমি কাউকে আঘাত করতে চাইনি। আমার টুইটে কেউ আঘাত পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী।’’

আরও পড়ুন: উঃ কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ ‘শীঘ্রই’, কিমের সঙ্গে বৈঠকের পর বললেন ট্রাম্প

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Atul Kochar Anti-Islam Tweet Chef
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE