Advertisement
১৮ এপ্রিল ২০২৪
International News

বর্ণবিদ্বেষ? ভারতীয় বংশোদ্ভূতকে পুড়িয়ে খুন অস্ট্রেলিয়ায়

ভারতীয় বংশোদ্ভূত এক বাস চালককে জীবন্ত পুড়িয়ে মারলেন এক যাত্রী। শুক্রবার ভয়াবহ এই ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। মৃতের নাম মনমিত আলিশের।

ছবি ফেসবুকের সৌজন্যে।

ছবি ফেসবুকের সৌজন্যে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৬ ১৩:৩৯
Share: Save:

ভারতীয় বংশোদ্ভূত এক বাস চালককে জীবন্ত পুড়িয়ে মারলেন এক যাত্রী। শুক্রবার ভয়াবহ এই ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। মৃতের নাম মনমিত আলিশের।

পুলিশ জানিয়েছে, পঞ্জাবের বাসিন্দা মনমিত ব্রিসবেনে বাসচালকের কাজ করতেন। তিনি ওই এলাকার এক জন পরিচিত গায়কও বটে। কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে গ্রেফতার করা হয়েছে।

ঠিক কী হয়েছিল?

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রিবোঝাই বাসের মধ্যে থেকে হঠাত্ই এক ব্যক্তি মনমিতের গায়ে জ্বলনশীল কোনও তরল পদার্থ ঢেলে দেন। তার পরই তাঁর গায়ে আগুন লাগিয়ে দেন। চোখের সামনে হঠাত্ই এ রকম ঘটনায় সকলেই স্তম্ভিত হয়ে যান। তবে এই রকম একটা ঘটনা ঘটার পরেও কেউ মনমিতকে বাঁচানোর জন্য এগিয়ে আসেননি।

অস্ট্রেলিয়াতে এর আগে একাধিক বার ভারতীয়দের উপর আক্রমণ হয়েছে। অভিযোগ উঠেছে বর্ণবিদ্বেষের। মনমিতের খুনের সঙ্গে বর্ণবিদ্বেষের কোনও যোগ রয়েছে কিনা তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে দু’দেশের মধ্যে কূটনৈতিক স্তরেও বহু আলোচনা হয়েছে।

আরও খবর...

মসুল রক্ষায় মানব ঢালই এখন অস্ত্র আইএসের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Manmeet Alisher Indian-Origin Bus Driver Brisbane
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE