Advertisement
১৮ এপ্রিল ২০২৪
UK court

বাবাকে খুন করতে অনলাইনে বিস্ফোরক অর্ডার, হাজতে ছেলে

গত মে মাসে গুরতাজ সিংহ রনধওয়াকে গ্রে‌ফতার করেছিল পুলিশ। লন্ডনের উলভারহ্যাম্পটনে বাড়ি ওই যুবকের।

গুরতাজ সিংহ রনধওয়া।

গুরতাজ সিংহ রনধওয়া।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৮ ১২:৫৭
Share: Save:

শ্বেতাঙ্গ প্রেমিকাকে মেনে নেননি বাবা। আর সেই রাগেই বাবাকে খুন করার পরিকল্পনা করেছিল ছেলে।

যেমন ভাবা, তেমন কাজ। বাবাকে ‘উড়িয়ে’ দিতে অনলাইনে একেবারে বিস্ফোরক অর্ডার দিয়ে ফেলল সে। ক্রিপটোকারেন্সির মাধ্যমে কেনা সেই বিস্ফোরক চলেও এসেছিল নির্দিষ্ট ঠিকানায়। বাবার গাড়িতে বিস্ফোরক রেখে উড়িয়ে দেওয়ার ছক করেছিল সে। কিন্তু, বিষয়টি নজরে আসে ব্রিটিশ গোয়েন্দাদের। তদন্ত শুরু করে লন্ডনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। আর তার পরই ভারতীয় বংশোদ্ভূত ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

গত মে মাসে গুরতাজ সিংহ রনধওয়াকে গ্রে‌ফতার করেছিল পুলিশ। লন্ডনের উলভারহ্যাম্পটনে বাড়ি ওই যুবকের। সম্প্রতি ব্রিটেনের এক আদালত আট বছরের কারাদণ্ড দিল বছর উনিশের ওই যুবককে। তার বিরুদ্ধে বিস্ফোরক মজুত এবং খুনের চেষ্টার অভিযোগ প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন: বিস্ফোরণ যে হবে, আঁচ পাননি গোয়েন্দারা

সাজা ঘোষণার সময় বিচারক বলেন, পুলিশের তত্পরতায় ভাগ্য ক্রমে বিস্ফোরণ ঘটাতে পারেনি ওই যুবক। যদি বিস্ফোরণ ঘটত, তা হলে অনেক মানুষের প্রাণহানি হতে পারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE