Advertisement
১৮ এপ্রিল ২০২৪
National News

পার্কিং স্পট বাতলে দেবে মোবাইল অ্যাপ, চমক ভারতীয় ছাত্রের

সেই অভিনব উপায় বাতলিয়েই চমকে দিয়েছেন মার্কিন মুলুকের বাসিন্দা এক ভারতীয় ছাত্র। সাই নিখিল রেড্ডি মেট্টুপল্লী। হান্সভিলের আলাবামা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখিল এ বছর তাঁর এই উদ্ভাবনের জন্য সায়েন্স অ্যান্ড টেকলোনজি ওপেন হাউস প্রতিযোগিতায় পেয়েছেন দ্বিতীয় পুরস্কার।

নিখিল মেট্টুপল্লী। ছবি নিখিলের লিঙ্কডিন অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

নিখিল মেট্টুপল্লী। ছবি নিখিলের লিঙ্কডিন অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
হিউস্টন শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৮ ১৯:২৫
Share: Save:

সার সার গাড়ি টপকে কোনও পার্কিং লটের কোন স্পটে আপনার গাড়ি রাখা যাবে, এ বার অনায়াসেই তা আগেভাগে জেনে নিতে পারবেন। পার্কিং স্পট খুঁজতে আর ঘুরে বেড়াতে হবে না। তাতে আপনার সময় বাঁচবে। অর্থও বাঁচবে, জ্বালানির সাশ্রয় হবে বলে। তাতে জীবাশ্ম জ্বালানির প্রয়োজন কমবে বলে হ্রাস পাবে দূষণের পরিমাণও।

সেই অভিনব উপায় বাতলিয়েই চমকে দিয়েছেন মার্কিন মুলুকের বাসিন্দা এক ভারতীয় ছাত্র। সাই নিখিল রেড্ডি মেট্টুপল্লী। হান্সভিলের আলাবামা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখিল এ বছর তাঁর এই উদ্ভাবনের জন্য সায়েন্স অ্যান্ড টেকলোনজি ওপেন হাউস প্রতিযোগিতায় পেয়েছেন দ্বিতীয় পুরস্কার। যে পদ্ধতিতে নিখিলের এই উদ্ভাবন, তার নাম- ‘বিগ ডেটা অ্যানালিটিক্স’। মোবাইল অ্যাপের মাধ্যমে পার্কিং স্পটের যাবতীয় তথ্য পৌঁছে যাবে গাড়ির চালকের কাছে।

নিজের বিশ্ববিদ্যালয়ের কার পার্কিং লটের উপমা দিয়ে নিখিল বলেছেন, ‘‘হতেই পারে, কোনও দিন বেলা ১১টা থেকে ১টার মধ্যে আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অধ্যাপকদের পার্কিং স্পট খুঁজে পেতে ঘাম ঝরাতে হচ্ছে। তাতে তাঁদের সময় নষ্ট হচ্ছে, জ্বালানিও। তাই পার্কিং লটে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গেই পার্কিং স্পট খুঁজে পাওয়াটা খুব জরুরি।’’

সেটার জন্য যা চাই, তা হল- পার্কিং লটে কোন জায়গাটা খালি রয়েছে, গাড়ির ড্রাইভারকে তা যত তাড়াতাড়ি সম্ভব জানানো। যাতে চালক পার্কিং লটে ঢোকামাত্রই জেনে যেতে পারেন, কোন জায়গাটায় গেলে তিনি গাড়ির পার্কিং স্পট পেয়ে যাবেন অনায়াসেই।

আরও পড়ুন- ‘শুধু ইমতিয়াজকে কেন? আমাদেরও খুন করে যাও’ জঙ্গিদের উদ্দেশে পোস্ট​

আরও পড়ুন- তোমার ছোট ছেলেকে মেরে দিলাম, মাকে বলে গেল দাদা!​

সেটা কী ভাবে করা সম্ভব, তার পথ খুঁজতে নিখিল আলোচনা শুরু করেন তাঁরই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিনীতা মেননের সঙ্গে। তাঁর পরামর্শ নিয়ে পরে আরও এগিয়ে যান নিখিল। বিগ ডেটা অ্যানালিটিক্সের পদ্ধতিতে উদ্ভাবন করেন তাঁর নতুন অ্যাপ। যা পাওয়া যাবে মোবাইলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE