Advertisement
২৪ এপ্রিল ২০২৪

লন্ডনে মৃত ভারতীয়-সহ ৬ বাসযাত্রী

দুর্ঘটনাটি ঘটে রবিবার ভোররাতে। বাকিংহামশায়ারের এম ১ জাতীয় সড়কের উপর দু’টি ট্রাকের মাঝে পড়ে গুঁড়িয়ে যায় একটি বাস। বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে ট্রাকের দুই চালককে।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৭ ০৩:০৩
Share: Save:

ভয়াবহ পথ দুর্ঘটনায় লন্ডনে মৃত্যু হল ভারতীয়-সহ ছ’জনের। মৃতদের মধ্যে দুই মহিলা রয়েছেন। পুলিশ জানিয়েছে, বাসের যাত্রীদের অনেকেই ভারত থেকে লন্ডনে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে এসেছিলেন। লন্ডনে ভারতীয় হাইকমিশনের তরফে বিবৃতি দেওয়া হয়েছে, ‘‘দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের সব রকম চেষ্টা করা হচ্ছে।’’

দুর্ঘটনাটি ঘটে রবিবার ভোররাতে। বাকিংহামশায়ারের এম ১ জাতীয় সড়কের উপর দু’টি ট্রাকের মাঝে পড়ে গুঁড়িয়ে যায় একটি বাস। বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে ট্রাকের দুই চালককে। তাঁদের বিরুদ্ধে মাত্রাছাড়া মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগও উঠেছে। টেমস ভ্যালি পুলিশ বলেছে, ‘‘শনিবার রাত সাড়ে তিনটে নাগাদ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই মহিলা-সহ ছয় যাত্রীর। তাঁদের মধ্যে ভারতীয়ও রয়েছেন। মৃতদের পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। গুরুতর আহত অবস্থায় চার জন হাসপাতালে ভর্তি। তাঁদের মধ্যে পাঁচ বছরের এক শিশু ও এক মহিলা রয়েছেন। প্রত্যেকের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।’’

বাসের চালক ভারতীয় বংশোদ্ভূত।
নাম সাইরিয়াক জোসেফ। ৫২ বছরের ওই ব্যক্তি কেরল থেকে ১৫ বছর আগে ব্রিটেনে আসেন। দুই সন্তানের বাবা জোসেফ হাসিখুশি হিসেবে পরিচিত বন্ধুমহলে। তাঁর বাসের অধিকাংশ যাত্রীই ছিলেন ভারত থেকে আসা পর্যটক। চেন্নাই থেকে লন্ডনে এসেছিলেন তাঁরা। সেখান থেকে তাঁদের ইউরোপ সফরে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE