Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Earthquake

খাবারের জন্য হাহাকার, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বারোশো ছাড়াল

ভূমিকম্প-সুনামিতে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বারোশো ছাড়াল। বিপর্যয়ের পর চার দিন কাটলেও বহু এলাকায় এখনও পৌঁছতে পারেননি উদ্ধারকারীরা। এ দিকে খাবারের অভাব তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে। বিভিন্ন এলাকায় খাবার লুটের খবরও মিলেছে।

আহত এক শিশু। ছবি: এএফপি।

আহত এক শিশু। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
জাকার্তা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৮ ১৬:৪২
Share: Save:

ভূমিকম্প-সুনামিতে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বারোশো ছাড়াল। বিপর্যয়ের পর চার দিন কাটলেও বহু এলাকায় এখনও পৌঁছতে পারেননি উদ্ধারকারীরা। এ দিকে খাবারের অভাব তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে। বিভিন্ন এলাকায় খাবার লুটের খবরও মিলেছে।

জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থার মুখপাত্র সুটোপো পুরবো নুগরোহো জানিয়েছেন, যাঁরা বেঁচে রয়েছেন, তাঁরা খাবার, পানীয় জল, জ্বালানির জন্য দোকানপাট লুট করছে। লুটের হাত থেকে বাঁচাতে ত্রাণবাহী গাড়িগুলি পুলিশ পাহারায় নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি মৃতদের গণকবর দেওয়ার কাজ শুরু করেছে ইন্দোনেশিয়ার প্রশাসন।

ভূমিকম্প বিধ্বস্ত ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা ১২৩৪ হয়েছে বলে মঙ্গলবার সরকারি ভাবে জানানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। যন্ত্র দিয়ে কংক্রিটের চাঁই সরানো শুরু হলে আরও মৃতদেহ উদ্ধার হবে বলে মনে করা হচ্ছে। রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ পালু বিমানন্দর। ১১৪ জন বিদেশি নাগরিককে উদ্ধার করেছে ইন্দোনেশিয়ার সরকার।

আরও পড়ুন: কৃষকদের মিছিল আটকাতে জলকামান-কাঁদানে গ্যাস, রণক্ষেত্র দিল্লি-উত্তরপ্রদেশ সীমানা

ইন্দোনেশিয়ার জন্য ১৭ লক্ষ ডলার ত্রাণ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। ১০ লক্ষ ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে দক্ষিণ কোরিয়া। পাশে থাকার আশ্বাস অস্ট্রেলিয়ারও। আন্তর্জাতিক সহায়তার এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট জোকো উইডোডো।

(সারা বিশ্বের সেরা সব খবর বাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE