Advertisement
১৭ এপ্রিল ২০২৪
INMA. GLOBAL MEDIA AWARD

ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড জিতল আনন্দবাজার ডট কম

ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড জিতল আনন্দবাজার ডট কম।

পুরস্কার নিচ্ছেন এবিপি প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ডি ডি পুরকায়স্থ (ডান দিকে)। নিজস্ব চিত্র।

পুরস্কার নিচ্ছেন এবিপি প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ডি ডি পুরকায়স্থ (ডান দিকে)। নিজস্ব চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ জুন ২০১৮ ১৭:৪৭
Share: Save:

আন্তর্জাতিক ক্ষেত্রে আবারও পুরস্কৃত হল এবিপি প্রাইভেট লিমিটেড। এ বারের পুরস্কার এল আনন্দবাজার পত্রিকা ডিজিটাল মিডিয়ার ঝুলিতে। পুরস্কার দিল ‘ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন’ (ইনমা)। দেশবিদেশের নানা সংবাদমাধ্যমের মধ্যে বাছাই করে প্রতি বছর এই পুরস্কার ঘোষণা করে ইনমা। চলতি বছর প্রথম পুরস্কারের তালিকায় জায়গা করে নিল আনন্দবাজার ডট কম (www.anandabazar.com)। ২০টি বিভাগের মধ্যে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেন’ বিভাগে সেরার স্থান পেলাম আমরা।

বিশ্বের সর্ববৃহৎ মিডিয়া ব্র্যান্ডগুলির অন্যতম ইনমা। ১৯৩৭ সাল থেকে শুরু হয়েছে এর পথ চলা। বিশ্বের ৬৮টি দেশের ৭০০-রও বেশি মিডিয়া কোম্পানি এই ব্র্যান্ডের অধীনস্থ। ন’হাজারেরও বেশি কর্মী এই সংস্থার হয়ে কাজ করেন।

আনন্দবাজার ডট কম সাইটের যে বিশেষ বিভাগটি আন্তর্জাতিক স্তরে খ্যাতি পেয়েছে তা হল ‘আনন্দ উৎসব ২০১৭’। দুর্গাপুজোর জন্য বিশেষ ভাবে সাজানো হয় এই মাইক্রোসাইট। দেশবিদেশের দুর্গাপুজো সংক্রান্ত নানা খবর, ফিচার ও ছবির ডালি সাজিয়ে তুলে ধরা হয় পাঠকদের সামনে। চোখের সঙ্গে মনকেও তৃপ্তি দিতে, পুজোর খবর ছাড়াও কেনাকাটি, ফ্যাশন, ভূরিভোজের সম্ভার থরে থরে সাজানো থাকে এই মাইক্রোসাইটে। সেই সঙ্গে তুলে ধরা হয় বিভিন্ন খ্যাতনামা ব্র্যান্ডের নামও।

আরও খবর: ‘মানু নয়, আমাকে বলো মিস্টার প্রেসিডেন্ট’, পড়ুয়াকে ধমক মাকরঁর

মার্কিন সেনার নতুন শাখা, মহাকাশ বাহিনী গড়ছেন ট্রাম্প​

প্রতি বছরই বিশ্বের নানা সংবাদমাধ্যমকে নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে ইনমা। ব্র্যান্ড, ক্যাম্পেন, প্রিন্ট প্রোডাকশন, ভিডিও আপলোড, প্রিন্ট অথবা ডিজিটালের পাঠক সংখ্যা ইত্যাদি ২০টি বিভাগে বাছাই করে সেরার তালিকা প্রকাশ করা হয়। পাশাপাশি, বর্তমান যুগের সঙ্গে মানানসই নতুন চিন্তাভাবনা, প্রযুক্তির ব্যবহার এবং সৃজনশীলতাকেও সমান গুরুত্ব দিয়ে দেখে ইনমা। চলতি বছরে বিশ্বের ৩৯টি দেশের ২২০টি মিডিয়া কোম্পানি এই প্রতিযোগিতায় অংশ নেয়। ডিজিটাল মিডিয়ার পাশাপাশি প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করে প্রিন্ট, ম্যাগাজিন, টেলিভিশন এবং রেডিয়ো। ২০টি দেশের ৫০ জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে তৈরি হয় বিচারকদের প্যানেল। তাঁদের প্রাথমিক বিচারে জায়গা করে নেয় ১৯৫টি মাধ্যম। যার মধ্যে প্রথম স্থানে উঠে আসে ৪০টি। এই প্রথম চল্লিশের মধ্যেই জায়গা করে নিয়েছে আনন্দবাজার ডট কম। এবিপি প্রাইভেট লিমিটেড থেকে আনন্দবাজার ডট কম ছাড়াও ইনমা-তে বিশেষ উল্লেখ করা হয়েছে এবেলা ডট ইন-কেও।

ডিজিটাল দুনিয়ায় প্রথম সারির বাংলা সংবাদমাধ্যমগুলির মধ্যে আনন্দবাজার ডট কম বরাবরই এক নম্বরে। প্রযুক্তির বিচারে বলতে গেলে, এই ওয়েবসাইটের পেজ ভিউ নজরকাড়া। দিন দিন বাড়ছে এর পাঠক সংখ্যা। পরিসংখ্যান বলছে, এপ্রিল মাস অবধি এই ওয়েবসাইটের পেজ ভিউ ছিল প্রায় ৬ কোটি ৩০ লক্ষ (৬৩ মিলিয়ন)। পাঠক সংখ্যা ৩৮ লক্ষ ৫০ হাজার (৩.৮৫ মিলিয়ন)। আনন্দবাজার ডট কমের এই সাফল্যের জন্য পাঠকদের জানাই অকুণ্ঠ কৃতজ্ঞতা ও অভিনন্দন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

INMA Global media award Best category Nomination
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE