Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ইরানের বিদেশমন্ত্রী জারিফের পদত্যাগ

২০১৫ সালে ইরান-মার্কিন পরমাণু চুক্তির সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জারিফ।

সংবাদ সংস্থা 
তেহরান শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৫১
Share: Save:

ইস্তফা দিলেন ইরানের বিদেশমন্ত্রী মহম্মদ জাভেদ জারিফ। ২০১৫ সালে ইরান-মার্কিন পরমাণু চুক্তির সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জারিফ। সোমবার নিজের পদত্যাগপত্র জমা করেন তিনি। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইস্তফার কথা ঘোষণা করেন তিনি।

বিদেশ মন্ত্রকের ডেপুটি মুখপাত্র সায়েদ আব্বাস মউসাবি সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে জারিফের পদত্যাগের বিষয়টি জানান। সূত্রের খবর, ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি এখনও তাঁর পদত্যাগপত্রটি গ্রহণ করেননি। তবে মঙ্গলবার সংবাদমাধ্যমের সামনে জারিফকে তাঁর কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট।

পদত্যাগের কারণ এখনও স্পষ্ট করেননি জারিফ। তবে ইরানের কূটনীতিক ও বিদেশমন্ত্রকের সহকর্মীদের কাছে তাঁর আবেদন, কেউ যেন তাঁকে অনুসরণ করে পদত্যাগের পথ না বাছেন। পাশাপাশি সহকর্মীদের প্রতিরক্ষার কাজে একই রকম সক্রিয় থাকতেও অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত সোমবারই ইরান-সফরে আসেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ২০১০ সালের পর প্রথম বার সরকারি সফরে এলেন আসাদ। সূত্রের খবর, সেই বৈঠকে ইরানের উচ্চ পর্যায়ের কূটনীতিকরা কেউই উপস্থিত ছিলেন না। আসাদের সঙ্গে বৈঠক করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই।

২০১৩ সাল থেকে ইরানের বিদেশ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন জারিফ। ২০১৫ সালে ইরানের সঙ্গে আমেরিকার পরমাণু চুক্তির সময় মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি। গত বছর সেই চুক্তি ভেঙে বেরিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, ইরানের সঙ্গে পশ্চিমি দেশগুলির যে কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠছিল, জারিফের ইস্তফার সঙ্গে সঙ্গে তার উপরেও একটা প্রশ্নচিহ্ন পড়ে গেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Iran Foreign Minister
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE