Advertisement
১৯ এপ্রিল ২০২৪

তেল নিয়ে ভারতকে হুঁশিয়ারি ইরানের

কূটনীতিকেরা মনে করছেন, নয়াদিল্লিকে চাপে ফেলতেই এই হুঁশিয়ারি। কারণ, পাকিস্তানকে এড়িয়ে ভারত, ইরান ও আফগানিস্তান চাবাহার বন্দরের পরিকল্পনা নিয়ে এগিয়েছে। মধ্য এশিয়ায় বাণিজ্যের জন্যও যা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হয়।

ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ জুলাই ২০১৮ ০৩:৫৫
Share: Save:

তাদের থেকে অপরিশোধিত তেল আমদানি না করলে ভারতকে বিশেষ কোনও সুবিধাও দেওয়া হবে না— এই ভাষাতেই নয়াদিল্লিকে হুঁশিয়ারি দিল ইরান। তাদের অভিযোগ, চাবাহার বন্দর নির্মাণেও ঠিক ভাবে অর্থ জোগাচ্ছে না নয়াদিল্লি।

পেট্রোপণ্যে ইরানের উপর নির্ভরতা কমাতে এখন গোটা বিশ্বের দেশগুলির উপরেই চাপ বাড়িয়েছে আমেরিকা। আগামী ৪ নভেম্বরের মধ্যে আমদানি শূন্যে নিয়ে যেতে হবে। না হলে সংশ্লিষ্ট দেশগুলিকে মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।

এই পরিস্থিতিতে ভারতে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূত মাসুদ রেজভানিয়ান রাহাগি দিল্লিতে একটি আলোচনা সভায় বলেছেন, ‘‘ইরানের বদলে ভারত যদি সৌদি আরব, রাশিয়া, ইরাক কিংবা আমেরিকা থেকে অপরিশোধিত তেল আমদানির উপরে জোর দেয়, তা হলে নয়াদিল্লিকে বিশেষ সুবিধা থেকে বঞ্চিত করা হবে।’’

কূটনীতিকেরা মনে করছেন, নয়াদিল্লিকে চাপে ফেলতেই এই হুঁশিয়ারি। কারণ, পাকিস্তানকে এড়িয়ে ভারত, ইরান ও আফগানিস্তান চাবাহার বন্দরের পরিকল্পনা নিয়ে এগিয়েছে। মধ্য এশিয়ায় বাণিজ্যের জন্যও যা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হয়। তবে গত মে মাসে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে সরে আসার কথা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করার পরেই পরিস্থিতি অন্য মাত্রা নিয়েছে। ইরানের সঙ্গে জলপথে যোগ কিংবা বন্দর নির্মাণের বিষয়টিও নিষেধাজ্ঞার মধ্যে আসছে। নয়াদিল্লি অবশ্য ওয়াশিংটনকে চাবাহারের গুরুত্ব বোঝাতে তৎপর। নয়াদিল্লির মতে, ভারত তো বটেই, আফগানিস্তানের বাণিজ্যের স্বার্থেও এই প্রকল্পের গুরুত্ব অপরিসীম।

রাহাগি অবশ্য অভিযোগ এনেছেন, চাবাহার নির্মাণে বিনিয়োগের প্রতিশ্রুতি পালন করছে না নয়াদিল্লি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Iran Oil India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE