Advertisement
২০ এপ্রিল ২০২৪

রাকায় বিপন্ন আইএস, দাবি আমেরিকার

নিজেদের ডেরাতেই বিপন্ন বোধ করছে জঙ্গি গোষ্ঠী আইএস। সিরিয়ায় এই জঙ্গি গোষ্ঠীর স্বঘোষিত রাজধানী রাকার পরিস্থিতি খতিয়ে দেখে মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন তেমনটাই জানিয়েছেন। আইএস দমন বাহিনীর এই সদস্যের কথায়, ‘‘রাকায় জরুরি অবস্থার মুখে জঙ্গিরা, ঠিক যা হওয়া উচিত।’’

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৬ মে ২০১৬ ০৪:০০
Share: Save:

নিজেদের ডেরাতেই বিপন্ন বোধ করছে জঙ্গি গোষ্ঠী আইএস। সিরিয়ায় এই জঙ্গি গোষ্ঠীর স্বঘোষিত রাজধানী রাকার পরিস্থিতি খতিয়ে দেখে মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন তেমনটাই জানিয়েছেন। আইএস দমন বাহিনীর এই সদস্যের কথায়, ‘‘রাকায় জরুরি অবস্থার মুখে জঙ্গিরা, ঠিক যা হওয়া উচিত।’’ সংবাদমাধ্যমের রিপোর্ট, সোশ্যাল মিডিয়া থেকে যে ইঙ্গিত মিলছে, তাতে দেখা যাচ্ছে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলছে জঙ্গিরা। সরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন নেতাকে। আকাশপথে হানা থেকে বাঁচতেই এই ব্যবস্থা। তবে আইএস নেতা আবু বকর আল-বাগদাদি এখনও রাকার মধ্যেই কোথাও আছে বলে বিশ্বাস মার্কিন বাহিনীর। ‘‘বাগদাদি অসম্ভব সতর্ক,’’ বলছেন এক মার্কিন প্রতিরক্ষা অফিসার। তাঁরা জানাচ্ছেন, আমেরিকা বাগদাদিকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাবে। যদি তাকে ধরা হয় বা মেরে ফেলাও হয় আইএসের অভিযানে ঘাটতি পড়বে এমন ভাবার কোনও কারণ নেই। ওদের এখনও বেশ কিছু নেতা আছে দায়িত্ব নেওয়ার জন্য। এ দিনই ইয়েমেনে অন্তত ২৫ জন পুলিশকে হত্যা করেছে এক আইএস আত্মঘাতী জঙ্গি। এ সপ্তাহে এটি এখানে হওয়া দ্বিতীয় হামলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ISIS America
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE