Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সালাহ অনুতপ্ত? সত্যি? বলছে বন্ধুরা

তার খোঁজে হন্যে ফরাসি এবং বেলজিয়াম পুলিশ। তিনি প্যারিসের হামলার অন্যতম চক্রী আইএস জঙ্গি সালাহ আবদেসলাম। সেই সালাহ না কি অনুতপ্তও! বন্ধুদের মাধ্যমে পরিবারের কাছে চেয়েছে ক্ষমা। সালাহর খোঁজে ভাই মহম্মদকে গ্রেফতারও করে পুলিশ। পরে অবশ্য তাকে ছেড়ে দেন গোয়েন্দারা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৫ ১৮:৪৭
Share: Save:

তার খোঁজে হন্যে ফরাসি এবং বেলজিয়াম পুলিশ। তিনি প্যারিসের হামলার অন্যতম চক্রী আইএস জঙ্গি সালাহ আবদেসলাম। সেই সালহাই না কি অনুতপ্ত! বন্ধুদের মাধ্যমে পরিবারের কাছে চেয়েছে ক্ষমা। সালাহর খোঁজে ভাই মহম্মদকে গ্রেফতারও করে পুলিশ। পরে অবশ্য তাকে ছেড়ে দেন গোয়েন্দারা। তার কাছেও ক্ষমা চেয়েছে সালাহ। এমনই দাবি সালাহর বন্ধুদের।

গোয়েন্দাদের সন্দেহ , এখনও ব্রাসেল্‌সে লুকিয়ে আছে সালাহ। তার দুই বন্ধুও এমনই জানিয়েছেন। নামপ্রকাশে অনিচ্ছুক বন্ধুদের দাবি, স্কাইপির মাধ্যমে তাদের সঙ্গে কথা হয়েছে সালাহর। এই সপ্তাহতেই কথা হয় এই আইএস জঙ্গির। গোয়েন্দা নজর এড়িয়ে সিরিয়া ফেরার সাহায্য চায় সে। গোয়েন্দাদের হাতে সালাহ এখন তুরুপের তাস। তাই কোনও ভাবেই যাতে জীবিত ধরা না পড়ে সালাহ তার জন্যও সব রকম ভাবে তত্পর আইএস। সে কথাও উঠে এসেছে সালাহর বন্ধুদের কথায়। বিস্ফোরক জ্যাকেট পরেও ঠিক সময় নিজেকে না ওড়াতে পারার কারণে তার উপর অসন্তুষ্ট বাকি জঙ্গিরা। তাকে চোখে চোখে রেখেছে তারা। বন্ধুদের এমনই কথা বলে সে। সেই সঙ্গে হামলার যড়যন্ত্রের ব্যাপারে সে বেশি কিছুই জানত না বলে দাবি করেছে সালাহ আবদেসসালাম। যদিও সালাহর এই দাবিকে বিশ্বাস করেনি তারই বন্ধুরা। তার বন্ধুরা আরও জানিয়েছে, হামলার দিন দশেক আগে ব্রাসেল্‌সের একটি ফ্ল্যাটে বন্ধুদের নিয়ে মাদক চক্রের আসর বসায় সে। মূল চক্রী আবাউদের ছোট বেলার বন্ধু সালহা। ২০১০ সালে চুরির অভিযোগে বেলজিয়াম পুলিশের হাতে ধরা পড়ে দু’জনে।

এই সংক্রান্ত আরও খবর...

জঙ্গিদের গুলি কেড়ে নিল যাঁদের

আইএস সম্পর্কে চালু সাত ভ্রান্ত ধারণা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

salah apology family paris attack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE