Advertisement
২৪ এপ্রিল ২০২৪

খবর পড়তে গিয়ে নিজেই খবর এই ইজরায়েলি উপস্থাপিকা

নিজের শো বন্ধ হয়ে যাচ্ছে। সংবাদ পাঠের মধ্যেই হঠাৎ সে কথা জানাতে হলো উপস্থাপিকাকে! চোখের জল তাই বাঁধ মানেনি। পঞ্চান্ন সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে ফুটে উঠেছে ইজরায়েলের সরকারি টেলিভিশনের সেই বিপন্ন উপস্থাপিকার মুখ।

সংবাদ সংস্থা
জেরুজালেম শেষ আপডেট: ১২ মে ২০১৭ ০৪:১৭
Share: Save:

নিজের শো বন্ধ হয়ে যাচ্ছে। সংবাদ পাঠের মধ্যেই হঠাৎ সে কথা জানাতে হলো উপস্থাপিকাকে! চোখের জল তাই বাঁধ মানেনি। পঞ্চান্ন সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে ফুটে উঠেছে ইজরায়েলের সরকারি টেলিভিশনের সেই বিপন্ন উপস্থাপিকার মুখ।

গেউলা ইভেন নামে ওই তরুণী দৃশ্যতই স্তম্ভিত। সামলে নিয়ে তার পরে কাঁপা গলায় তিনি বলে চলেন, ‘‘একটা ব্রেকিং নিউজ আছে। পার্লামেন্টে বিবৃতি... না আসল কথাটা হলো, আজ রাতেই আমাদের খবরের অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে। এটা শেষ পর্ব। তাই অনুষ্ঠানের বাকি অংশ অপ্রাসঙ্গিক।’’ অশ্রুসিক্ত চোখে তিনি বলে যান, ‘‘অনেক মানুষ কাজ হারাবেন। আশা করি, সকলে নতুন চাকরি খুঁজে পাবেন।”

ইজরায়েলের সরকারি ‘চ্যানেল ওয়ান’-এর ফেসবুক পেজে ৯ মে ওই উপস্থাপিকার ভিডিও ক্লিপ শেয়ার করা হয়। তার পর থেকে ৩ লক্ষ ৪৫ হাজার বার সেটি দেখা হয়েছে। প্রায় দু’হাজার বার শেয়ারও হয়েছে। এক ব্রিটিশ চ্যানেলের দাবি, ইজরায়েলি চ্যানেলটি যে কিছু দিনের মধ্যেই বন্ধ করে দেওয়া হবে, তার ইঙ্গিত আগে পেয়েছিলেন কর্মীরা। কিন্তু এই ভাবে সেটা হবে, কেউ ভাবতে পারেননি। ইজরায়েলের একটি সংবাদপত্রের মতে, কর্মীদের ধারণা ছিল, অন্তত ১৫ মে পর্যন্ত চ্যানেল চালু থাকছে। কিন্তু তার আগেই হঠাৎ সিদ্ধান্ত কার্যকর করা হয়। রাতের খবর সম্প্রচারের মধ্যেই ওই ঘোষণা। শেষ বেলায় সব কর্মী ক্যামেরার সামনে হাজির হয়ে কান্নায় ভেঙে পড়লেও জাতীয় সঙ্গীত গেয়ে শেষ করেন শো।

আর একটি ব্রিটিশ দৈনিকের দাবি, রাজনৈতিক লড়াইয়ের কারণেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চ্যানেল বন্ধ করে দিলেন। নেতানিয়াহুর দাবি, সংস্কারের অঙ্গ হিসেবে চ্যানেল বন্ধ করা হচ্ছে। এর বিকল্প প্রতিষ্ঠান তৈরি করা হবে।

ভিডিও সৌজন্য: চ্যানেল ওয়ান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Video Israel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE