Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বাবার নাম আর নয়, সাবধানি ইভাঙ্কা

মডেলিং এবং ফ্যাশন দুনিয়ার সৌজন্যে জাপানে ইভাঙ্কা পরিচিত মুখ। শুক্রবার ‘ওয়ার্ল্ড অ্যাসেম্বলি ফর উইমেন’-এর অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে সতর্ক ভাবেই যেন নিজের বাবা প্রেসিডেন্ট ট্রাম্পের নামটা এড়িয়ে গেলেন ইভাঙ্কা।

নৈশভোজে: জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে-র সঙ্গে ইভাঙ্কা ট্রাম্প। টোকিওয় শুক্রবার। ছবি: রয়টার্স।

নৈশভোজে: জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে-র সঙ্গে ইভাঙ্কা ট্রাম্প। টোকিওয় শুক্রবার। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
টোকিও শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৭ ০৩:১৭
Share: Save:

যত কাণ্ড বাবাকে নিয়ে! তাই বাবার নামোল্লেখ নৈব নৈব চ। টোকিওয় এক অনুষ্ঠানে যৌন হেনস্থা ও মহিলাদের ক্ষমতায়ন নিয়ে বলতে এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা সেই ‘সাবধানি’ পথেই হেঁটেছেন।

মডেলিং এবং ফ্যাশন দুনিয়ার সৌজন্যে জাপানে ইভাঙ্কা পরিচিত মুখ। শুক্রবার ‘ওয়ার্ল্ড অ্যাসেম্বলি ফর উইমেন’-এর অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে সতর্ক ভাবেই যেন নিজের বাবা প্রেসিডেন্ট ট্রাম্পের নামটা এড়িয়ে গেলেন ইভাঙ্কা। অর্থনীতিতে মহিলাদের ভূমিকা বৃদ্ধির ক্ষেত্রে মার্কিন প্রশাসন কী করছে, জানালেন সে কথা। তাঁর বক্তৃতা নিয়ে আগে থেকেই যথেষ্ট আগ্রহ ছিল। কিন্তু নিরাপত্তার কড়াকড়িতে হল-এ ঢুকতে পেরেছেন খুব অল্প মাথাই। তার মধ্যেই বিতর্কের সুযোগ না দিয়ে সপ্রতিভ বক্তৃতা দিয়ছেন ইভাঙ্কা।

কারণ এ বছরের গোড়াতেই বার্লিনে এক শীর্ষ সম্মেলনে আঙ্গেলা মের্কেলের সঙ্গে এক প্যানেলে বসে নিজের বাবাকে নিয়ে প্রশংসায় মুখর হন ইভাঙ্কা। রীতিমতো উপহাসের মুখে পড়তে হয় তাঁকে। ইভাঙ্কা সে বার বলেছিলেন, পরিবারের পাশে থাকার ক্ষেত্রে তাঁর বাবা চ্যাম্পিয়ন! কিন্তু এ বার যৌন হেনস্থার মতো স্পর্শকাতর বিষয়ে বলতে গিয়ে বাবার নাম উল্লেখ করার মতো ‘ঝুঁকি’ নেননি ইভাঙ্কা। এমনিতেই এখন যৌন হেনস্থার ভূরি ভূরি অভিযোগে হলিউড থেকে শুরু করে রাজনৈতিক দুনিয়া তোলপাড় হচ্ছে। এই আবহে ইভাঙ্কার সংযোজন, ‘‘মহিলাদের যথাযথ সম্মান দেওয়ার বিষয়টি অনেক সময়েই কর্মস্থলের সংস্কৃতিতে দেখা যায় না। এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।’’

মহিলাদের সম্পর্কে ট্রাম্পের যথেচ্ছ ‘আপত্তিকর’ মন্তব্যের স্মৃতি এখনও ফিকে হয়নি জনমানসে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচার-পর্বে নানা ভিডিও টেপ ট্রাম্পের ‘নারীবিদ্বেষী’ মন্তব্যের সাক্ষী। ইভাঙ্কার কথা অনেক শ্রোতাকে মনে করিয়েছে সেই প্রসঙ্গ।

অনুষ্ঠানে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেও কর্মস্থলে মহিলাদের বেশি করে যোগদান নিয়ে সরব হন। গত পাঁচ বছরে জাপানে কাজের ক্ষেত্রে শীর্ষ পদে মহিলারা অনেক বেশি উঠে আসছেন। তা মনে করিয়ে আবে শুক্রবার বলেন, আমরা এমন পরিবেশ তৈরি করার আপ্রাণ চেষ্টা করছি যাতে মহিলারা সহজে কাজ করতে পারেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE