Advertisement
১৬ এপ্রিল ২০২৪

খাঁচা ভেঙে হামলা জাগুয়ারের

খাঁচা থেকে বেরিয়ে সকাল সকাল গোটা চিড়িয়াখানা দাপিয়ে বেড়াল এক জাগুয়ার। আর তার এই ‘বিজয়’ অভিযানের বলি হতে হল চারটি আলপাকা (এক প্রকারের মেষ), একটি এমু এবং একটি শিয়ালকে। ঘটনাটি ঘটেছে শনিবার, আমেরিকার লুইজ়িয়ানা প্রদেশের নিউ অর্লিয়েন্স শহরের অডুবন চিড়িয়াখানায়।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৮ ০৮:২০
Share: Save:

খাঁচা থেকে বেরিয়ে সকাল সকাল গোটা চিড়িয়াখানা দাপিয়ে বেড়াল এক জাগুয়ার। আর তার এই ‘বিজয়’ অভিযানের বলি হতে হল চারটি আলপাকা (এক প্রকারের মেষ), একটি এমু এবং একটি শিয়ালকে। ঘটনাটি ঘটেছে শনিবার, আমেরিকার লুইজ়িয়ানা প্রদেশের নিউ অর্লিয়েন্স শহরের অডুবন চিড়িয়াখানায়।

চিড়িয়াখানা সূত্রের খবর, ভ্যালেরিয়ো নামে বছর তিনেকের ওই জাগুয়ারটি স্থানীয় সময় সকাল সাতটা কুড়ি নাগাদ কোনও ভাবে খাঁচা থেকে বেরিয়ে পড়ে। ব্যাপারটি চিড়িয়াখানা কর্তৃপক্ষের নজরে এলে জাগুয়ারটিকে আচ্ছন্ন করে ফের খাঁচায় ফেরানো হয়। তবে ততক্ষণে প্রায় ঘণ্টাখানেক পেরিয়ে গিয়েছে। তবে জাগুয়ারটি ঠিক কীভাবে খাঁচা থেকে বেরলো তা এখনও পরিষ্কার নয়। কর্তৃপক্ষ জানায়, ভ্যালেরিয়ো যে ছ’টি পশুর উপর আক্রমণ চালায়, তাদের কাউকেই খাওয়ার উদ্দেশ্য ছিল না তার। স্রেফ নিজের আধিপত্য কায়েম করতেই হামলা।

চিড়িয়াখানাটির উপপ্রধান বলেন, ‘‘জাগুয়ারদের যা করা উচিত সে তো তাই করেছে! তারা শিকারি পশু, সে কথা ভুলে গেলে চলবে না।’’ তবে ঘটনাটি যখন ঘটে তখন চিড়িয়াখানায় দর্শক ছিল না। ফলে বিপদ এড়ানো গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jaguar New Orleans Audubon Zoo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE