Advertisement
২৩ এপ্রিল ২০২৪

গাফিলতি কোথায়, তদন্ত চান আর্ডের্ন

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের আল-নুর মসজিদে হামলা চালায় শ্বেতাঙ্গ জঙ্গি ব্রেন্টন ট্যারান্ট। ঘটনায় ৫০ জন নিহত হন। 

সাংবাদিক বৈঠকে জেসিন্ডা আর্ডের্ন। সোমবার। এপি

সাংবাদিক বৈঠকে জেসিন্ডা আর্ডের্ন। সোমবার। এপি

সংবাদ সংস্থা
ক্রাইস্টচার্চ শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ০২:৪৮
Share: Save:

মসজিদে জঙ্গি হামলার ঘটনার চূড়ান্ত পর্যায়ের তদন্তের নির্দেশ দিলেন নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন। গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের আল-নুর মসজিদে হামলা চালায় শ্বেতাঙ্গ জঙ্গি ব্রেন্টন ট্যারান্ট। ঘটনায় ৫০ জন নিহত হন।

জেসিন্ডা জানিয়েছেন, রয়্যাল কমিশন তদন্ত করে দেখবে, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর তরফে কোনও গাফিলতি ছিল কি না। চাইলে তারা ওই ঘটনা রুখতে পারত কি না ইত্যাদি। নিউজ়িল্যান্ডের শীর্ষস্থানীয় স্বাধীন তদন্তকারী সংস্থা ‘রয়্যাল কমিশন’। আর্ডের্ন বলেন, ‘‘কী ভাবে সন্ত্রাস হানা চলল এবং আমরা চাইলে তা আটকাতে পারতাম কি না, সেই সংক্রান্ত বিশদ রিপোর্ট দেবে ওরা। একটা প্রশ্নের উত্তর তো চাই-ই, আমাদের কাছে আরও খবর থাকা উচিত ছিল কি না।’’ এ ছাড়াও সেমি অটোমেটিক অস্ত্র কতটা সহজলভ্য এবং ওই হামলার ঘটনায় সোশ্যাল মিডিয়ার ভূমিকা তদন্ত করে দেখা হবে।

ইতিমধ্যেই আর্ডের্ন জানিয়েছেন অস্ত্র আইন সংস্কার করা হবে। সে ক্ষেত্রে সেমি অটোমেটিক অস্ত্র, অ্যাসল্ট রাইফেল ও উচ্চ-ক্ষমতাসম্পন্ন ম্যাগাজ়িন নিষিদ্ধ ঘোষণা করা হবে। আর্ডের্নের আশা, আগামী ১১ এপ্রিলের মধ্যে ওই নতুন আইন তৈরি হয়ে যাবে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chirst Church Attack Jecinda Ardern New Zealand
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE