Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ঘোড়ায় ফের ‘পুণ্যশিখরে’ কিম, এ কি নেহাতই খেয়াল-ভ্রমণ? ছড়াচ্ছে জল্পনা

কী হতে পারে সেই ‘গ্রেট অপারেশন’? মুখে কুলুপ পিয়ংইয়্যাংয়ের। ক্যালিফর্নিয়া থেকে উত্তর কোরিয়া বিশেষজ্ঞ জশুয়া পোলাক কিন্তু বলে দিলেন— ‘‘এটা কিমের প্রকাশ্য অবাধ্যতারই ইঙ্গিত।’’

ঘোড়সওয়ার: পেকটু পর্বতে কিম জং উন। ছবি: এএফপি।

ঘোড়সওয়ার: পেকটু পর্বতে কিম জং উন। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
সোল শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ ০৩:৫৩
Share: Save:

ঘোড়া ছোটাচ্ছেন কিম জং উন। বরফে ঢাকা পাহাড়ি পথে টগবগিয়ে ছুটছে দুধ-সাদা ঘোড়া। ফ্রেমে আর কেউ নেই কোত্থাও। একা কিম। শক্ত হাতে লাগাম ধরে কখনও গম্ভীর, তো কখনও দিব্যি হাসিমুখে পোজ় দিচ্ছেন ক্যামেরায়। না, কোনও সিনেমা কিংবা তথ্যচিত্রের শুটিং নয়। কিম রাজত্বের ‘পুণ্যভূমি’ হিসেবে পরিচিত কোরিয়ার সর্বোচ্চ পেকটু পর্বতে সম্প্রতি এ ভাবেই খানিক ঘোড়সওয়ারি করতে দেখা গিয়েছে উত্তর কোরিয়ার দাপুটে শাসককে। আজ সেই ছবি প্রকাশ করল পিয়ংইয়্যাংয়ের সরকারি প্রচারমাধ্যম। এ কি নেহাতই খেয়াল-ভ্রমণ? সম্ভবত না। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিই বলল— ‘‘খুশির খবর। উত্তর কোরিয়ার তরফে শীঘ্রই বড়সড় একটা অভিযান দেখবে গোটা দুনিয়া। আরও কয়েক পা এগোবে কোরিয়ার বিপ্লবও।’’

কী হতে পারে সেই ‘গ্রেট অপারেশন’? মুখে কুলুপ পিয়ংইয়্যাংয়ের। ক্যালিফর্নিয়া থেকে উত্তর কোরিয়া বিশেষজ্ঞ জশুয়া পোলাক কিন্তু বলে দিলেন— ‘‘এটা কিমের প্রকাশ্য অবাধ্যতারই ইঙ্গিত।’’

ধূসর লংকোট আর রাইডিং বুট পরে ঘোড়ায় সওয়ার কিম। চোখেমুখে আত্মবিশ্বাসের ছাপ। বড়সড় কোনও রাজনৈতিক পদক্ষেপ করার আগে বা পরে পেকটুর ‘পুণ্যশিখরে’ আগেও যাতায়াত করতে দেখা গিয়েছে কিমকে। ২০১৭-য় সবচেয়ে বড় আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দিন কয়েক পরেই যেমন। কূটনীতিকেরাই মনে করিয়ে দিচ্ছেন, সেই পর্বত-সফরের কয়েক সপ্তাহ পরে নববর্ষের বক্তৃতায় সম্পর্কের বরফ গলাতে কিম প্রকাশ্যে আহ্বান জানিয়েছিলেন দক্ষিণ কোরিয়াকে।

গত বছর আবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন-কে সঙ্গে নিয়েই ফের পাহাড় ভেঙেছিলেন কিম। তার পর থেকে মোটামুটি সব শান্ত। কিন্তু মাঝখানে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আমেরিকার সঙ্গে বৈঠক ভেস্তে গিয়েছে পিয়ংইয়্যাংয়ের। কিম নিজেই জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞা তোলা নিয়ে বড় জোর এ বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করবেন। তার পর? সাম্প্রতিক পেকটু-সফরের পরে আবার কী নতুন চমক দেবেন কিম, তা নিয়ে জল্পনা ছড়াচ্ছে। নিশানায় কি এ বার আমেরিকাই!

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, রাজনৈতিক কিছু নয়, কিম এ বার হয়তো অর্থনৈতিক কোনও পদক্ষেপ করতে চলেছেন। উত্তর কোরিয়াকে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত ভাবে আরও বেশি সমৃদ্ধ প্রমাণ করতে এ বার তিনি মহাকাশ অভিযানে নামতে পারেন বলেও মনে করছেন অনেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kim Jung Un North Korea
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE