Advertisement
১৭ এপ্রিল ২০২৪
International News

চরকার তাৎপর্য লেখা গাঁধীর চিঠি বিক্রি হল নিলামে

গুজরাতি ভাষায় লেখা ওই চিঠির নীচে রয়েছে স্বাক্ষরের বদলে মহাত্মা গাঁধীর লেখা, ‘বাপুর আশীর্বাদ’। জনৈক যশবন্ত প্রসাদের উদ্দেশে তা লিখেছেন তিনি।

বিদেশি বস্ত্র ত্যাগ করে চরকায় কাটা খাদির পোশাক পরতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন মহাত্মা গাঁধী। ছবি: সংগৃহীত।

বিদেশি বস্ত্র ত্যাগ করে চরকায় কাটা খাদির পোশাক পরতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন মহাত্মা গাঁধী। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
বস্টন শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৪৯
Share: Save:

কবে লেখা হয়েছিল তা জানা নেই। তবে চিঠির ভিতরের বিষয়বস্তু এবং লেখকের নাম— দু’টিই যথেষ্ট ওজনদার। চরকা কাটার গুরুত্ব নিয়ে মোহনদাস কর্মচন্দ গাঁধী লেখা এমনই এক চিঠি শিরোনামে। মার্কিন মুলুকের এক নিলামঘরে তা বিক্রি হল ৬,৩৫৮ ডলারে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় চার লক্ষ ৬০ হাজার টাকা।

গুজরাতি ভাষায় লেখা ওই চিঠির নীচে রয়েছে স্বাক্ষরের বদলে মহাত্মা গাঁধীর লেখা, ‘বাপুর আশীর্বাদ’। জনৈক যশবন্ত প্রসাদের উদ্দেশে তা লিখেছেন তিনি। আমেরিকার অ্যারিজোনার নিলামঘর ‘আর আর অকশন’ একটি বিবৃতিতে ওই চিঠি নিলামের কথা জানিয়েছে।

চিঠিতে এক জায়গায় গাঁধী লিখেছেন, “চরকা নিয়ে আমরা যা আশা করেছিলাম, তা-ই হয়েছে।” আরও এক লাইনে রয়েছে, “যাই হোক, আপনি যা বলছেন, তা-ই সঠিক। সব কিছুই চরকার উপর নির্ভর করছে।”

আরও পড়ুন: আমেরিকায় তিন মাসে চাকরি যেতে পারে অনেক ভারতীয়ের

আরও পড়ুন: এ বার গ্রিন কার্ডের সুবিধাও কাটছাঁট করছে আমেরিকা

সে সময় দেশের অর্থনৈতিক স্বনির্ভরতার প্রতীক হিসাবে চরকাকে তুলে ধরতে চেয়েছিলেন গাঁধী। স্বাধীনতা আন্দোলনের সময় বিদেশি বস্ত্র ত্যাগ করে চরকায় কাটা খাদির পোশাক পরতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। পাশাপাশি, আর্থিক ভাবে স্বাবলম্বী করতে চরকার গুরুত্বের কথা প্রচার করেছিলেন। দেশের মানুষকে প্রতি দিন চরকা কাটার পরামর্শ ছিল তাঁর। চরকা নিয়ে মহাত্মার ওই চিঠির গুরুত্ব তাই অপরিসীম। তবে কত টাকায় তা নিলাম হয়েছে জানালেও চিঠিটি নয়া মালিকের নাম এখনও প্রকাশ করেননি আর আর অকশন কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE