Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ব্যস্ত রাজপথে ভ্যান থেকে উঁকি দিচ্ছে সিংহ!

করাচির ব্যস্ততম রাজপথে ছুটে চলেছে একটি পিক-আপ ভ্যান। তারই মধ্যে থেকে উঁকি মারছে একটি বিশালাকার সিংহ। এমন দৃশ্য দেখে থমকে গেলেন পথচারীরা।

ভ্যান থেকে উঁকি দিচ্ছে সিংহ। ছবি:সংগৃহীত।

ভ্যান থেকে উঁকি দিচ্ছে সিংহ। ছবি:সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ জুন ২০১৭ ২০:১৬
Share: Save:

শহরের রাজপথে সিংহ! হইচই কাণ্ড। বুধবার রাতে এমনই দৃশ্য দেখা গেল করাচির করিমাবাদ এলাকায়। মুহূর্তে সেই ছবি ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।

ঠিক কী ঘটেছিল?

করাচির ব্যস্ততম রাজপথে ছুটে চলেছে একটি পিক-আপ ভ্যান। তারই মধ্যে থেকে উঁকি মারছে একটি বিশালাকার সিংহ। এমন দৃশ্য দেখে থমকে গেলেন পথচারীরা। ভয় এবং আতঙ্কে হুড়োহুড়ি পড়ে গেল চারদিকে। গাড়ি চেপে সিংহের হাওয়া খাওয়ার ছবি মোবাইল বন্দিও করলেন কেউ কেউ। কার্যত সেই ছবি নিয়েই এখন তোলপাড় গোটা নেট দুনিয়া।

আরও পড়ুন: জলের বুকে দিব্যি সাঁতরে বেড়াচ্ছে পেঁচা, দেখুন ভিডিও

ব্যস্ত রাস্তায় সিংহ দেখে নড়েচড়ে বসেছে প্রশাসন। হিংস্র পশুকে সঙ্গে রাখার অপরাধে সিংহের মালিক সাকলাইন জাভেদকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের এক শীর্ষকর্তা মুকাদাস হায়দারের কথায়: ‘‘খোলা ভ্যানে সিংহ নিয়ে শহরের বাজার এলাকার কাছ দিয়ে যাচ্ছিল সাকলাইন। রাস্তায় তখন অসংখ্য মানুষ। যে কোনও সময় বিপদ ঘটতে পারত।’’ জেরায় সাকলাইন জানিয়েছেন, সিংহটি তাঁর পোষ্য। বেশ কয়েক দিন ধরে অসুস্থ থাকায় সে দিন তাকে ডাক্তারের কাছেই নিয়ে যাওয়া হচ্ছিল।

পুলিশ সূত্রে খবর, সাকলাইন এক জন ব্যবসায়ী। তাঁর নিজের একটি চিড়িয়াখানা রয়েছে। সাকলাইনের দাবি, হিংস্র পশুদের সঙ্গে রাখার জন্য বৈধ অনুমতিপত্রও তাঁর রয়েছে। যদিও পুলিশ জানিয়েছে চলতি বছরের প্রথমেই ওই অনুমতিপত্রের মেয়াদ ফুরিয়েছে।

দেখুন সেই ভিডিও:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE